প্রিয়ার পাশে আদালত
প্রকাশিত : ০৯:১৬ পিএম, ৩১ আগস্ট ২০১৮ শুক্রবার | আপডেট: ১০:৪২ পিএম, ৩১ আগস্ট ২০১৮ শুক্রবার
বিগত কয়েকমাস ধরে প্রিয়া প্রকাশ ভারিয়ারের নাম সোশ্যাল মিডিয়া থেকে সংবাদ মাধ্যমে ঘোরাফেরা করছে৷ তবে রাতারাতি জনপ্রিয়তার পাশাপাশি ট্রোলডও হয়েছেন তিনি বহুবার৷ আর এবার তো তার বিরুদ্ধেই নাকি দায়ের করা হয়েছে এফআইআর৷ কিন্তু কেন?
জানা গেছে, একটি গানে মুসলিম ভাবাবেগে আঘাত করেছে সে, এই কারণ দেখিয়ে হায়দরাবাদে প্রিয়ার বিরুদ্ধে এফআইআর ফাইল করা হয়৷ এই এফআইআর পেয়ে তদন্তও শুরু করে পুলিশ৷
গত ফেব্রুয়ারিতে এই অভিযোগ দায়ের করা হয়৷ ছয় মাস পর দেশের শীর্ষ আদালত সেই এফআইআর খারিজ করে দেয়৷ শুধু তাই নয়, সঙ্গে এও বলা হয়েছে, শিল্পী, লেখক, চিত্রনির্মাতাদের কাজ বুদ্ধিমত্তা দিয়ে ভাবনা দিয়ে গ্রহণ করা উচিত৷
প্রসঙ্গত, একটি চোখ মারার দৃশ্যতেই ভাইরাল হয়ে যান তিনি৷ এর পরে ভাইরাল হয় সংসদে রাহুল গান্ধীর চোখ মারার দৃশ্য৷ সে সময়েও টেনে আনা হয় তাকে। সারা দেশ যখন কংগ্রেস সভাপতিকে নিয়ে আলোচনায় ব্যস্ত৷ ঠিক তখনই অভিনেত্রী জানান তার প্রতিক্রিয়া৷
অভিনেত্রী বলেন, পার্লামেন্টে রাহুল গান্ধী চোখ মারেন৷ খবরটা আমি কলেজ থেকে ফিরে শুনি৷ বিষয়টি আমার ছবির সঙ্গে সর্ম্পকিত, যেটা অবশ্যই একটি ভাল লাগার বিষয়৷বিষয়টি নিয়ে অভিনেত্রী যথেষ্ট খুশি তা বার বার উঠে এসেছে তার কথায়৷
অভিনেত্রীর চোখ মারার ভাইরাল ভিডিওটিকে তাকে রাতারাতি পৌঁছে দিয়েছিল ভারতের ‘মোস্ট সার্চড অ্যাকট্রেস’-দের তালিকায়৷ তাই, সংসদে কংগ্রেস সভাপতির চোখ মারার দৃশ্যকে খুব সহজেই তুলনা করা হয়েছে প্রিয়া প্রকাশের ভাইরাল ভিডিওর সঙ্গে।
এমএইচ/এসি