রিও অলিম্পিকে এখন পর্যন্ত পদক তালিকার শীর্ষে রয়েছে চিন
প্রকাশিত : ১২:৫৩ পিএম, ৮ আগস্ট ২০১৬ সোমবার | আপডেট: ১২:৫৩ পিএম, ৮ আগস্ট ২০১৬ সোমবার
রিও অলিম্পিকে ১০০ মিটার বাটার ফ্লাই ৪০০ মিটার ফ্রিস্টাইল ও ১০০ মিটার ব্রেস্টস্টোকে অলিম্পিক ও বিশ্ব রেকর্ড। মেয়েদের ৫৩ কেজি ওজন শ্রেণীর ভারোত্তলে রেকর্ড গড়েছে তাইপে। টেনিস ডাবলসে বিদায় নিয়েছে যুক্তরাষ্ট্রের সেরেনা ও ভেনাস উইলিয়ামস।এখন পর্যন্ত পদক তালিকার শীর্ষে রয়েছে চিন। অস্ট্রেলিয়া দ্বিতীয় এবং যুক্তরাষ্ট্র তৃতীয় স্থানে রয়েছে।
মেয়েদের ১০০ মিটার বাটার ফ্লাই সুইমিংয়ে অলিম্পিক ও বিশ্ব রেকর্ড গড়ে সুইডেনকে এবারের অলিম্পিকে প্রথম স্বর্ণ এনে দিয়েছেন এসজোস্ট্রম সারাহ। সময় নিয়েছেন ৫৫ দশমিক চার আট সেকেন্ড।
মেয়েদের ৪০০ মিটার ফ্রিস্টাইল সুইমংয়ে অলিম্পিক ও বিশ্ব রেকর্ড গড়ে স্বর্ণ জিতেছে যুক্তরাষ্ট্রের লেডেকি ক্যাথলিন। সময় নিয়েছেন ৩ মিনিট ৫৮ দশমিক ৭১ সেকেন্ড। রৌপ্য জেতে গ্রেট বৃটেনের কারলিন জাজ এবং ব্রোঞ্জ জেতেছেন যুক্তরাষ্ট্রের স্মিথ লেয়াহ। ভি
ছেলেদের ১০০ মিটার ব্রেস্ট স্টোকে অলিম্পিক ও বিশ্ব রেকর্ড গড়ে স্বর্ণ জেতেন যুক্ত রাষ্টের গ্রেট বৃটেনের পিয়াতি এডাম। এ ইভেন্টে রৌপ্য জেতেন দক্ষিণ আফ্রিকার ভেন ডের বার্জ ক্যামেরন।
ছেলেদের ৪০০ মিটার ফ্রিস্টাইল সুইমিংয়ে স্বর্ণ জিতেছে যুক্তরাষ্ট্র। রৌপ্য পেয়েছে ফ্রান্স এবং ব্রোঞ্জ জিতেছে অস্ট্রেলিয়া। ভি
আর্চারিতে মেয়েদের দলগত ফাইনালে রাশিয়াকে হারিয়ে স্বর্ণ জিতেছে দক্ষিণ কোরিয়া। এ ইভেন্টে ব্রোঞ্জ জিতেছে তাইপে।
মেয়েদের রোড রেস সাইক্লিংয়ে স্বর্ণ জিতেছেন নেদারল্যান্ডের ভান ডের ব্রেগজেন এনা।
মেয়েদের সিনকোনাইজড ৩ মিটার স্প্রিংবোর্ড ডাইভিংয়ে চীনের শি টিংমাও ও উমিনজিয় স্বর্ণ জিতেছেন। এ ইভেন্টে রৌপ্য পেয়েছে ইতালি। আর ব্রোঞ্জ পদক জিতেছে অস্ট্রেলিয়া।
মেয়েদের ৫৩ কেজি ওজন শ্রেণী ভারোত্তোলনে রেকর্ড গড়েছেন তাইপের হু শু চিং। এ আসরে তাইপেকে প্রথম স্বর্ণ পদকও উপহার দেন তিনি। এ ইভেন্টে ফিলিপাইনের দিয়াজ হিডিলিন রৌপ্য এবং দক্ষিণ কোরিয়ার ওন জিন হি ব্রোঞ্জ পদক জেতেন।
এদিকে টেনিসে মেয়েদের ডাবলস অঘটনের শিকার হয়েছেন ফেভারিট যুক্তরাষ্ট্রের সেরেনা ও ভেনাস উইলিয়াম বোনরেদর ঝুটি। রিও অলিম্পিকে প্রথম রাউন্ড থেকেই কিদায় নিয়েছেন তারা।