সিরিয়ায় সরকারি ও বিদ্রোহিদের মধ্যে সংঘর্ষে প্রায় ৫০ হাজার মানুষ গৃহহীন
প্রকাশিত : ০১:২৭ পিএম, ১১ ফেব্রুয়ারি ২০১৬ বৃহস্পতিবার | আপডেট: ০১:২৭ পিএম, ১১ ফেব্রুয়ারি ২০১৬ বৃহস্পতিবার
সিরিয়ার আলেপ্পোতে সরকারি ও বিদ্রোহিদের মধ্যে সংঘর্ষে প্রায় ৫০ হাজার মানুষ গৃহহীন হয়েছে বলে জানিয়েছে, রেড ক্রস।
যার মধ্যে অন্তত ৩০ হাজার মানুষকে আশ্রয় দেয়ার জন্য পাশ্ববর্তী তুরস্কের উপর আন্তর্জাতিক মহলের চাপ বাড়ছে প্রতিনিয়ত। এছাড়া সেখানকার মানবিক পরিস্থিতি ক্রমশ অবনতি হচ্ছে বলেও জানানো হয়েছে। রেডক্রসের আঞ্চলিক প্রধান জানান, প্রচন্ড শীতের মধ্যে পর্যাপ্ত খাবার ছাড়া রয়েছে বেশিরভাগ গৃহহীন মানুষ । এরই মধ্যে বন্ধ হয়ে গেছে পানি সরবরাহ। বিদ্রোহিদের দখলে থাকা আলেপ্পোর বেশির ভাগ জায়গা ফের দখলে গেল বেশ কিছু দিন ধরে রুশ বাহিনীর সহায়তায় সরকারি বাহিনীর বিমান হামলা অব্যাহত আছে।