আন্তর্জাতিক শকুন সচেতনতা দিবস আজ
প্রকাশিত : ০৮:৪৫ এএম, ১ সেপ্টেম্বর ২০১৮ শনিবার
আন্তর্জাতিক শকুন সচেতনতা দিবস আজ। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালিত হবে।
ভালচার ডে ডট ওআরজির তথ্যমতে, প্রতি বছর সেপ্টেম্বর মাসের প্রথম শনিবার পালিত হয় এ দিবসটি। পরিবেশ সংরক্ষণে শকুনের বিকল্প নেই। মৃত প্রাণী বা পচা-গলা ও বর্জ্য শকুনের খাবার। তাই শকুনকে বলা হয় প্রকৃতির পরিচ্ছন্নতাকর্মী; কিন্তু দিন দিন পাখিটি হারিয়ে যাচ্ছে। বাংলাদেশে আগে গ্রামগঞ্জে শকুনের দেখা মিলত; কিন্তু এখন সেখানেও আর তাদের দেখা মেলে না তেমন। নির্বিচারে বৃক্ষ নিধনের কারণে আবাসস্থল হারিয়ে অন্য অনেক প্রাণীর মতোই কমে গেছে শকুনের সংখ্যা। বিলুপ্তপ্রায় এ শকুনকে বাঁচাতে মানুষের মধ্যে সচেতনতা বাড়ানোই শকুন সচেতনতা দিবসের উদ্দেশ্য।
এসএ/