সাংবাদিক সালেহ চৌধুরীর মৃত্যুবার্ষিকী আজ
প্রকাশিত : ০৯:৫৭ এএম, ১ সেপ্টেম্বর ২০১৮ শনিবার | আপডেট: ০৯:৫৯ এএম, ১ সেপ্টেম্বর ২০১৮ শনিবার
প্রবীণ সাংবাদিক ও মুক্তিযোদ্ধা সালেহ চৌধুরীর প্রথম মৃত্যুবার্ষিকী আজ। গত বছর এই দিনে বিকেল ৫ টায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে মারা যান।
সালেহ চৌধুরী কমনওয়েলথ সাংবাদিক ফোরামের বাংলাদেশ চ্যাপ্টারের বর্তমান সভাপতি ছিলেন। মুক্তিযুদ্ধে সুনামগঞ্জের হাওর অঞ্চলে গেরিলা যুদ্ধের অন্যতম প্রধান সংগঠক ছিলেন তিনি।
বিলুপ্ত দৈনিক বাংলার সহযোগী সম্পাদক ছিলেন সালেহ চৌধুরী। ঢাকা বিশ্ববিদ্যালয়ে সৈয়দ আবদুল্লাহ খালিদ নির্মিত ভাস্কর্য ‘অপরাজেয় বাংলা’র নামকরণও করেন তিনি।
১৯৩৬ সালের ১১ নভেম্বর সুনামগঞ্জের গচিয়া গ্রামে জন্মগ্রহণ করেন সালেহ চৌধুরী। নিজ গ্রামেই পড়ালেখায় হাতেখড়ি। এরপর তিনি উচ্চশিক্ষা নিয়েছেন লাহোরে। লেখালেখি আর দাবা খেলা ছিল তার আগ্রহের বিষয়। তবে বইপড়া ছিল তার প্রধান বিনোদন।
টিআর/