রাজীবের স্টাইলে মোদীকে হত্যার ষড়যন্ত্র মাওবাদীদের; দাবি পুলিশের
প্রকাশিত : ০৩:০১ পিএম, ১ সেপ্টেম্বর ২০১৮ শনিবার
বিজেপি এবং আরএসএস জোটের সরকারকে ক্ষমতাচ্যুত করার জন্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে হত্যার ষড়যন্ত্র করেছে মাওবাদীরা। ভারতের সাবেক প্রধানমন্ত্রী রাজীব গান্ধীকে হত্যার স্টাইলেই মোদিকেও হত্যা করার পরিকল্পনা ছিলো এই সংগঠনটির। গোপন এক চিঠির সূত্র ধরে এমনটাই বলছে দেশটির পুলিশ।
গত জুন মাসে সমাজকর্মী রোনা উইলসনকে গ্রেফতার করে পুলিশ। তাঁর সঙ্গে মাও নেতার চিঠিতে গোপন কথোপকথন পুলিশের হাতে এসেছে বলে জানিয়েছে মুম্বাই পুলিশের অতিরিক্ত ডিজি (আইনশৃঙ্খলা) পরমবীর সিং।
উইলসনকে গত জানুয়ারিতে ভীমা-কোরেগাঁও হিংসায় জড়িত থাকার কারণে পুলিশ গ্রেফতার করে। তারপরই বহু চিঠি উদ্ধার হয়েছে যাতে মাওবাদীদের মধ্যে হওয়া গোপন কথোপকথন রয়েছে বলে দাবি পুলিশের। গত ২৮ অগাস্ট পুনে পুলিশ বেশ কয়েকজন অতি বাম নেতাদের বাড়িতে অভিযান চালায়। গ্রেফতার করে পাঁচজনকে।
হায়দরাবাদ থেকে ভারভারা রাও, মুম্বই থেকে ভেরন গঞ্জালভেস, অরুণ ফেরেইরা, ফরিদাবাদ থেকে সুধা ভরদ্বাজ ও দিল্লি থেকে গৌতম নবলেখাকে গ্রেফতার করা হয়। তবে উচ্চ আদালত আগামী ৬ সেপ্টেম্বর পর্যন্ত তাঁদের গৃহবন্দি রাখার নির্দেশ দিয়েছে।
গত বছরের ৩১ ডিসেম্বর পুনের এলগার পরিষদের কনক্লেভ নিয়ে তদন্তে নেমে পুলিশ এই তল্লাশি ও গ্রেফতার চালিয়েছে। কারণ সেইদিনের ঘটনার পরের দিনই ভীমা-কোরেগাঁও এলাকায় হিংসা ছড়ায় যাতে মাওবাদীদের ইন্ধন ছিল। তারপরই গত জুনে পুলিশ সুধীর ধাওয়ালে, রোনা উইলসন, সুধেন্দ্র গাডগিল, সোমা সেন, মহেশ রাউতকে গ্রেফতার করে। যে চিঠির উল্লেখ করা হয়েছে সেটি রোনা জনৈক মাও নেতা কমরেড প্রকাশকে লিখেছিলেন। সেখানে ৮ কোটি টাকা চাওয়া হয় রাইফেল, গ্রেনেড লঞ্চার ও চার লক্ষ রাউন্ড গুলি কেনার জন্য। সেখানেই রাজীব হত্যার মতো ঘটনা ঘটিয়ে মোদী সরকারের শেষ করার কথা বলা হয়।
পুলিশের দাবি, এই ধরনের চিঠিই প্রমাণ দেয় গা ঢাকা দিয়ে থাকা মাওবাদীদের বাইরে থেকে এই সমাজকর্মীরা সাহায্য করে চলেছেন। মাওবাদীদের সামনের মুখ আসলে এঁরাই বলে দাবি পুলিশের। এ বিষয়ে একটি প্রতিবেদন সম্প্রতি আদালতে দাখিল করতে যাচ্ছে মহারাষ্ট্র পুলিশ।
সূত্রঃ ওয়ান ইন্ডিয়া
//এস এইচ এস//