গুজব প্রতিরোধে কাজ করবে এআই প্লাটফর্ম
প্রকাশিত : ১০:২৪ পিএম, ১ সেপ্টেম্বর ২০১৮ শনিবার
সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো ব্যবহার করে প্রতিনিয়ত মিথ্যা তথ্য ছড়ানো হচ্ছে। যা সাধারণ মানুষের কাছে গুজব বলেই পরিচিত। এসব মিথ্যা বানোয়াট তথ্য সারাবিশ্বে একটা বড় ধরণের সমস্যা হিসেবে দেখা দিয়েছে। এই গুরুতর সমস্যার হাত থেকে কেউই নিরাপদ নয়। নিজেদেরকে এসব ঝুঁকি থেকে নিরাপদ রাখতে একটি প্লাটফর্ম চালু করেছে চীন। প্লাটফর্মটির মধ্যে একটি মোবাইল অ্যাপ্লিকেশনও অন্তর্ভুক্ত রয়েছে।
প্লাটফর্মটিতে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে সাধারণ মানুষের তৈরি প্রতিবেদন যেমন ‘অনলাইনের গুজব’ এবং মিথ্যা রিপোর্টগুলো শনাক্ত করবে। পরে সেই কনটেন্টগুলো একেবারে সবার নিচের দিকে পাঠিয়ে দেবে।
বুধবার চীনে প্লাটফর্মটির যাত্রা ঘোষণা দেওয়া হয়েছে।আর সেখানে বিভিন্ন সংবেদনশীল সংবাদ নিয়ে সামাজিক মাধ্যমগুলোতে ছড়ানো গুজবের বিরুদ্ধে পুলিশি ব্যবস্থা নেওয়ার কথাও জানানো হয়। এসব মাধ্যমে যারা রাজনীতি এবং দেশটির আরোপিত বিভিন্ন বিষয়ের সেন্সরশিপ নিয়ে কথা বলছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে চীন সরকার।
ওয়েবসাইট ছাড়াও ‘পিয়ো’ নামের ওই প্লাটফর্মের জন্য রয়েছে মোবাইল অ্যাপ,সামাজিক মাধ্যম উইবো এবং উইচ্যাট অ্যাকাউন্ট। যার মাধ্যমে লগইন করা যাবে। গুজব প্রতিরোধে পিয়ো একেবারে ‘সত্য ও প্রকৃত’ খবর প্রকাশ করবে। এই জন্য তারা বিভিন্ন রাজ্যে থাকা সংবাদপত্র, সম্প্রচার মাধ্যম, দলীয় ও সরকারি সংবাদ সংস্থা থেকে সেসব খবর সংগ্রহ করে প্রচার ও প্রকাশ করবে।
গুজব ছড়ানো ব্যক্তির অধিকার হরণ করে, এই গুজব সামাজিকভাবে অস্থিরতা তৈরি করে,গুজবের কারণে শেয়ারবাজার ওঠানামা করে,সাধারণ ব্যবসায়ও বড় ধরনের প্রভাব ফেলে এই গুজব, গুজব ছড়িয়ে গুরুত্বপূর্ণ বিষয় নিয়েও তামাশা করা হয় বলে একটি প্রোমো ভিডিওতে দেখিয়েছে পিয়ো এই ওয়েবসাইট।
অফিসিয়াল তথ্য দেখাচ্ছে, দেশটির ইন্টারনেট নিয়ন্ত্রক প্রতিষ্ঠান গত বছর অন্তত ৬৭ লাখ ভুয়া ও মিথ্যা সংবাদ ছড়ানো হয়েছিল।আর এর বেশিরভাগই করা হয়েছে উইবো, টেনসেন্ট, উইচ্যাট, বাইদু এবং আলীবাবার মাধ্যমে।
চীনের আইনানুযায়ী, গুজব ছড়ানোর কাজে কেউ যদি জড়িত থাকে তবে তার ৭ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে। এমনকি এসব গুজব কেউ যদি বেশি বেশি শেয়ার করে ছড়ায় তবে তার জন্যও জেল-জরিমানার বিধান রেখেছে দেশটি।
সম্প্রতি, বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়ানোর হার বেড়ে যাওয়ায় এআই নির্ভর পদক্ষেপ নিয়েছে দেশটি। উল্লেখ্য,গত মাসেই বাংলাদেশে নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনকে ঘিরে অনলাইনে বিভিন্ন ধরণের গুজব ছড়িয়ে ছিল দুষ্কৃতিকারীরা। পরে অবশ্য সেসব শনাক্ত করে পুলিশি ব্যবস্থাও নিয়েছে আইন-শৃঙ্খলা বাহিনী। এই গুজব প্রতিরোধে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের সংগঠন ছাত্রলীগ ফেসবুক কেন্দ্রিক গুজবরোধে একটি ব্রিগেড তৈরির ঘোষণাও দিয়েছে। (সুত্রঃ টেকশহর)
কেআই/