ঢাকা, শনিবার   ৩০ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১৫ ১৪৩১

শুভ জন্মাষ্টমী আজ (ভিডিও)

প্রকাশিত : ১২:৩০ পিএম, ২ সেপ্টেম্বর ২০১৮ রবিবার

সনাতন ধর্মবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শুভ জন্মাষ্টমী আজ। ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথিতেই উদযাপিত হয় জন্মাষ্টমী। দুষ্টের দমন আর সৃষ্টের পালনেই দ্বাপর যুগে অবতাররুপে পৃথিবীতে আর্বিভুত হন ভগবান শ্রীকৃষ্ণ। শুভ জন্মাষ্টমীতে মন্দিরে মন্দিরে পূজা অর্চনা, হরিনাম সংকীর্তনসহ নানা ধর্মীয় আচারের আয়োজন করা হয়েছে।

ভগবান শ্রীকৃষ্ণ, জীবকূলের পরম সত্তা ও আত্মা। তিনিই সব জীবের মাঝে সুদৃঢ় করেছেন আত্মার বন্ধন। স্থাপন করেছেন সত্যের বাণী।

শ্রীকৃষ্ণের জন্ম দ্বাপর যুগে। তখন সবখানে অন্যায় আর অনাচার। দুষ্টের দমন আর সৃষ্টের পালনে ভাদ্রমাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে ঝড় জলের রাতে অত্যাচারি কংস রাজার কারাগারে মাতা দেবকীর গর্ভে ধরণীতে আসেন তিনি। পরে গোকুলে মাতা যশোদার ঘরে বেড়ে ওঠেন তিনি। অত্যাচারি রাজা কংস, জরাসন্ধ, শিশুপালকে হত্যা করে ধর্মরাজ্য প্রতিষ্ঠা করেন।    

জন্মাষ্টমী উপলক্ষে মন্দিরে মন্দিরে হবে নানা ধর্মীয় আচার অনুষ্ঠান ।

শুভ এই দিনে সবার প্রার্থনা, ভগবান শ্রী কৃষ্ণের সত্য-সুন্দরের দীক্ষায় পৃথিবী হোক আলোকিত।