মুক্তিযোদ্ধা হত্যা, প্রধান আসামী গ্রেফতার না হওয়ায় ক্ষোভ(ভিডিও)
প্রকাশিত : ১২:৩৪ পিএম, ২ সেপ্টেম্বর ২০১৮ রবিবার
ময়মনসিংহের ত্রিশালে চাঞ্চল্যকর মুক্তিযোদ্ধা আব্দুল মতিন মাস্টার হত্যার ঘটনায় প্রধান আসামী গ্রেফতার না হওয়ায় ক্ষোভ জানিয়েছেন মামলার বাদী ও স্বজনেরা। তবে, পুলিশ ব্যুরো অব ইনভিস্টিগেশন-পিবিআই হত্যা রহস্যের জট খোলার দাবি জানিয়ে বলছে, এরইমধ্যে হত্যাকাণ্ডে অংশ নেয়া ৫ জনকে গ্রেফতার করা হয়েছে।
গত ৩ জুলাই সকালে বাড়ির পাশের পুকুর থেকে গলাকাটা মৃতদেহ উদ্ধার করা হয় মুক্তিযোদ্ধা আব্দুল মতিন মাস্টারের। ১৩ আগস্ট আদালতের নির্দেশে মামলার তদন্তভার পেয়ে পিবিআই এক সপ্তাহের মধ্যে গ্রেফতার করে ৫ জনকে। তাদের দেয়া তথ্যে হত্যাকাণ্ডে ব্যবহৃত চাইনিজ কুড়াল ও একটি ছুরি উদ্ধার করা হয়।
পিবিআই জানায়, গ্রেফতার ইদ্রিস ও সোহাগ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিয়েছে।
এদিকে, হত্যার দুই মাস পরও মূল আসামী মোবারক হোসেন মেম্বার গ্রেফতার না হওয়ায় ক্ষোভ জানান মামলার বাদী ও স্বজনেরা।
হত্যাকারীদের বিচারের দাবি জানিয়েছেন মুক্তিযোদ্ধাসহ স্থানীয়রা।
মতিন মাস্টারের হত্যাকাণ্ড বিক্ষুব্ধ করে তুলেছে এলাকাবাসীকে।