রাজধানীতে আজ থেকে চালু হচ্ছে বিশেষ বাস সার্ভিস ও রিক্সা
প্রকাশিত : ০১:৪৭ পিএম, ৯ আগস্ট ২০১৬ মঙ্গলবার | আপডেট: ০১:৪৭ পিএম, ৯ আগস্ট ২০১৬ মঙ্গলবার
রাজধানীর গুলশান, বনানী, বারিধারা ও নিকেতন এলাকায়, আজ থেকে চালু হচ্ছে বিশেষ বাস সার্ভিস ও রিক্সা। শীতাতপ নিয়ন্ত্রিত বাসের রং হবে হলুদের মিশ্রণ। রিক্সাচালক ও রিক্সার রং হবে কালো আর হলুদের মিশ্রণ। নিরাপত্তার বিষয়টি মাথায় রেখে এমন সিদ্ধান্ত হয়েছে বলে জানালেন ঢাকা উত্তর সিটি মেয়র আনিসুল হক।
গুলশানের হলি আর্টিজানে সন্ত্রাসী হামলার পর থেকেই গুলশানসহ আশপাশের কয়েকটি এলাকায় বন্ধ করে দেওয়ো হয় বাস চলাচল। প্রধান সড়কে এর আগে থেকেই রিক্সা চলাচল বন্ধ রয়েছে। তাই এসব এলাকার মধ্যবিত্ত ও নি¤œআয়ের মানুষের একমাত্র যাতায়াত মাধ্যম এখন সিএনজি অটোরিক্সা। এতে বিপাকে পড়েছে সাধারণ যাত্রীরা।
তবে সাধারণ মানুষের দুর্ভোগ কমাতে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন গুলশান, বনানী, বারিধারা ও নিকেতন এলাকায় চালু করা হচ্ছে বিশেষ বাস সার্ভিস। হলুদ রং এর মিশ্রনে সবগুলো বাসই হবে শিতাতপ নিয়ন্ত্রিত। উঠলেই ভাড়া ১৫ টাকা। এ নিয়ে যাত্রীদের রয়েছে মিশ্র প্রতিক্রিয়া।
আর প্রাথমিকভাবে বিশেষ পোশাকের ৫শ রিক্সচালককে দেয়া হচ্ছে ট্রেনিং। বিশেষ পোষাকের রিক্সা চালকরা সোসাইটি ও সিটি কর্পোরেশনের আইন মানতে হবে। বাস ও রিক্সার বিশেষ এই সার্ভিসে কোন অনিয়ম করতে দেয়া হবে না বলে জানান মেয়র।
তবে মাত্র ৫শ রিক্সা চালু হলে এই এলাকার সাড়ে পাঁচ হাজার রিক্সা চালক বেকার হয়ে পড়বে বলে মত রিক্সাচালকদের।