পুরো ট্রেনটাই হানিমুনে ব্যবহার!
প্রকাশিত : ০৫:২৬ পিএম, ২ সেপ্টেম্বর ২০১৮ রবিবার | আপডেট: ১২:৩১ পিএম, ৩ সেপ্টেম্বর ২০১৮ সোমবার
মধুচন্দ্রিমার জন্য দক্ষিণ ভারতে এসেছিলেন ব্রিটিশ দম্পতি গ্রাহাম উইলিয়াম লিন্ড (৩০) ও সিলভিয়া প্লাসিক (২৭)। সিদ্ধান্ত নেন যাবেন নীলগিরি পর্বতে। যেমন ভাবা তেমনি কাজ।
মেট্টুপালায়ম থেকে উধাগামান্ডলম (উটি) পর্যন্ত যাওয়ার জন্য যোগাযোগ করেন দক্ষিণ রেলের সঙ্গে। ওই পথ যাওয়ার জন্য অবশ্য দক্ষিণ রেলের সঙ্গে যোগাযোগের কোনও প্রয়োজন ছিল না। কিন্তু তাদের উদ্দেশ্য ছিল অন্য।
রেল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে গ্রাহাম ও সিলভিয়া ভাড়া করে ফেলেন একটি আস্ত ট্রেন। মেট্টুপালায়ম থেকে উধাগামান্ডলম পর্যন্ত ৪৮ কিলোমিটার রাস্তা যাওয়ার জন্য রেলকে তাদের দিতে হয়েছে ৩ লাখ টাকা। দক্ষিণ রেলে এরকম ঘটনা এই প্রথম।
শুক্রবার রেল কর্তৃপক্ষ তাদের স্বাগত জানান মেট্টুপালায়ম স্টেশনে। এদিনই কুন্নুর স্টেশনে তারা যখন নামেন তখনও তাদের অভ্যর্থনা জানান স্টেশন ম্যানেজার।
ইউনেস্কো এই ট্রেনকে হেরিটেজ বলে ঘোষণা করেছে। ট্রেনটি চলে স্টিম ইঞ্জিনে। যাত্রাপথে পড়ে ১৩টি টানেল, ঘন জঙল ও একাধিক ঝর্ণা। শুক্রবার ট্রেনটি মেট্টুপালায়ম থেকে ছেড়ে উধাগামান্ডলম বা উটি পৌঁছায় দুপুর ২টা ২০ মিনিটে।
আরকে//