ঢাকা, বৃহস্পতিবার   ২৮ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১৩ ১৪৩১

আবাসিক ও বাণিজ্যিক খাতে প্রাকৃতিক গ্যাসের মূল্য বাড়ানোর প্রস্তাবনা প্রত্যাহার বিএনপির

প্রকাশিত : ০৩:৫৮ পিএম, ৯ আগস্ট ২০১৬ মঙ্গলবার | আপডেট: ০৩:৫৮ পিএম, ৯ আগস্ট ২০১৬ মঙ্গলবার

আবাসিক ও বাণিজ্যিক খাতে প্রাকৃতিক গ্যাসের মূল্য বাড়ানোর প্রস্তাবনা প্রত্যাহারের দাবী জানিয়েছে বিএনপি। দুপুরে নয়া পল্টনে দলের কেন্দ্রিয় কার্যালয় সংবাদ সম্মেলনে দলের যুগ্ম-মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, গ্যাসের দাম বাড়ানোর প্রক্রিয়াই প্রমান করে এই সরকার জনগনের ভোটে নির্বাচিত নয়। দাম বাড়ানো হলে দেশের অর্থনীতিতে বিরুপ প্রভাব ফেলবে বলেও মন্তব্য করেন তিনি। জ্বালানী খাতে লুটপাট বন্ধ করলে দাম বাড়ানোর প্রয়োজন হবে না বলেও জানান আলাল।