ঢাকা, বৃহস্পতিবার   ২৮ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১৩ ১৪৩১

অলিম্পিকে ২১তম সোনা জিতে সেরা সাতারু মাইকেল ফেলপস

প্রকাশিত : ১১:৪৪ এএম, ১০ আগস্ট ২০১৬ বুধবার | আপডেট: ১১:৪৪ এএম, ১০ আগস্ট ২০১৬ বুধবার

অলিম্পিকে ২১তম সোনা জিতে নিজেকে সর্বকালের সেরা ক্রীড়াবিদ হিসাবে প্রতিষ্টিত করলেন আমেরিকান সাতারু মাইকেল ফেলপস। অতিমানবিয় সাফল্যে রিও গেমসের চতুর্থ দিন ফেলপস ঝুলিতে পুড়েন  ২০০ মিটার ফ্রিস্টাইল ও বাটারফ্লাইয়ে স্বর্ণ। এদিকে রিও গেমসের চতুর্থ দিন শেষে ৯টি স্বর্ণসহ ২৬টি পদক নিয়ে শীর্ষস্থান অক্ষুন্ন রেখেছে যুক্তরাষ্ট্র। আর ৮টি স্বর্ণসহ ১৭টি পদক নিয়ে চীন দ্বিতীয় এবং ৪টি স্বর্ণসহ ৬টি পদক নিয়ে হাঙ্গেরি তৃতীয় অবস্থানে রয়েছে। বাটারফ্লাইয়ে স্বর্ণ পদক জয়ের মাত্র ১০ মিনিটের ব্যবধানে আবারো পানিতে নেমেছেন। আর আবারো স্বর্ণ পদক নিজের গলায় ঝুলিয়েছেন এই কীর্তিমান সাঁতারু। ২০০ মিটার ফ্রিস্টাইল রিলেতে স্বর্ণ জিতে বিশ্ববাসীকে চমকে দেন ফেলপস। এই ইভেন্ট ইংল্যান্ড রৌপ্য এবং জাপান ব্রোঞ্জ জয় করে। এর আগে ছেলেদের ২০০ মিটার ফ্রি বাটারফ্লাইয়ে স্বর্ণ জিতে নিজের ২০তম স্বর্ণ পদকের দেখা পান ফেলপস। ১ মিনিট ৫৩ দশমিক শুন্য ৪ সেকেন্ড সময় নিয়ে সমর্থকদের আনন্দে ভাসান সাঁতারের এই অতিমানব। এদিকে, একই ইভেন্টে জাপানের মাসাতো সাকাই রৌপ্য এবং হাঙ্গেরির টামাস কান্দেরেসাই ব্রোঞ্জ পদক জয় করেন। মেয়েদেও ২০০ মিটার সাঁতারে দূর্দান্ত নৈপুন্য দেখিয়ে স্বর্ণ পদক জয় করেছেন যুক্তরাষ্ট্রের কেটি লেডিকি। ১ মিনিট ৫৩ দশমিক সাত তিন সেকেন্ড সময় নিয়ে সাফল্যের দেখা পান এই জল কন্যা। এই ইভেন্ট সুইডেনের সারাহ জোস্ট্রম ১ মিনিট ৫৪ দশমি শুন্য ৮ সেকেন্ড সময় নিয়ে রৌপ্য জয় করেন। আর অস্ট্রেলিয়ার ইমা ম্যাকিওন ১ মিনিট ৫৪ দশমিক ৯২ সেকেন্ড সময় নিয়ে ব্রোঞ্জের দেখা পান। জুডোর ৮১ কেজি ওজন শ্রেনীতে যুক্তরাষ্ট্রের ট্রাভিস স্টিভেন্সকে হারিয়ে স্বর্ণ পদক জয় করেন রাশিয়ার খাসান খালামুজারেভ। চূড়ান্ত পদক লাইয়ে স্টিভেন্স প্রথম থেকেই ছিলেন বেশ আক্রমনাতœক। তবে, নিজেকে নিয়ন্ত্রন করে দারুন দক্ষতায় সহজেয় স্টিভেন্সকে ধরাশায়ী করে সাফল্যের দেখা পান খালামুজারেভ। এদিকে, ইকুষ্ট্রিয়ানে কোন বাঁধা ছাড়াই দূর্দান্ত শুরু করে ফ্রান্সের অ্যাস্টিয়ের নিকোলাস। ১৬৯ দশমিক শুন্য শুন্য পয়েন্ট নিয়ে স্বর্ণ জয় করেন ফ্রেঞ্চের এই অ্যাথলেট। এই ইভেন্টে ১৭২ দশমিক আট শুন্য পয়েন্ট অর্জন করে রৌপ্য পদকের দেখা পান জার্মানির মিখায়েল জাং। আর যুক্তরাষ্ট্রের ফিলিপ ডাটন জয় করেন ব্রোঞ্জ।