ঢাকা, বুধবার   ২৭ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১২ ১৪৩১

সন্দ্বীপে জন্মাষ্টমী উপলক্ষে বিভিন্ন কর্মসূচি অনুষ্ঠিত 

প্রকাশিত : ০৮:৪২ পিএম, ২ সেপ্টেম্বর ২০১৮ রবিবার | আপডেট: ০৮:৪৭ পিএম, ২ সেপ্টেম্বর ২০১৮ রবিবার

চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলায় শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে বিভিন্ন কর্মসূচী উদযাপন করেছে ‘উপজেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদ’।   

এই কর্মসূচীর মধ্যে মঙ্গল শোভাযাত্রা,পথসভা,আলোচনা অনুষ্ঠান ও অষ্টকালীন লীলা কীর্তনসহ দু’দিনের কর্মসূচী হাতে নিয়েছে আয়োজকরা। তারই ধারাবাহিকতায় রোববার সকাল বেলা সন্দ্বীপ এনাম নাহার মোড় হতে সন্দ্বীপ উপজেলা প্রশাসনিক ভবনের সামনে পর্যন্ত এক বর্নাঢ্য শোভাযাত্রা শেষে পথসভার আয়োজন করা হয়।

উক্ত পথসভায় বক্তব্য রাখেন, জন্মাষ্টমী উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক নরোত্তম গোস্বামী,হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের সভাপতি মাষ্টার রতন মিত্র, পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি চন্দন মজুমদার, শারদান্জলী ফোরাম সন্দ্বীপ উপজেলার সাধারণ সম্পাদক বাদল রায় স্বাধীন ও ‘জাগো হিন্দু পরিষদের’ সাধারণ সম্পাদক সুশান্ত শীল।  

এরপর মুছাপুর সত্য নারায়ণ ধামে আলোচনা অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন, জনপ্রশাসন মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব বাবু তপন কুমার বণিক। বিশেষ অতিথি হিসেবে অংশগ্রহণ করেন, সন্দ্বীপ উপজেলার নির্বাহী অফিসার নুরুল হুদা, বিশেষ অতিথি হিসেবে অংশগ্রহণ করেন মুছাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল খায়ের নাদিম। 

আলোচনা সভায় অংশগ্রহণ করেন, অধ্যক্ষ রতন রঞ্জন নাথ, মাষ্টার রনজিত শীল, মাষ্টার বিষ্ণু পদ রায়, মাষ্টার মাখন লাল মজুমদার, মাষ্টার গোরাঙ্গ নন্দী প্রমুখ। সভায় সভাপতিত্ব করেন পরিষদের সভাপতি বাবু দুলাল চন্দ্র বর্নিক, শুভেচ্ছা বক্তব্য রাখেন সাধারন সম্পাদক নরোত্তম গোস্বামী, সঞ্জীব দে অনুষ্ঠান পরিচালনা করেন মাষ্টার বিধান চন্দ্র দাস।   

সরকার ঘোষিত প্রতিটি উপজেলায় একটি করে ডিজিটাল মসজিদ নির্মানের পাশাপাশি অন্তত পক্ষে জেলাভিত্তিক একটি ডিজিটাল মন্দির নির্মাণের দাবী জানান বক্তারা। পাশাপাশি জন্মাষ্টমী উপলক্ষে তিন দিনের ছুটি ঘোষণার আবেদন জানান।  

কেআই/এসি