বঙ্গবন্ধুর সমাধিতে নোবিপ্রবি ছাত্রলীগের শ্রদ্ধা
প্রকাশিত : ০৯:০৫ পিএম, ২ সেপ্টেম্বর ২০১৮ রবিবার | আপডেট: ১০:৩৯ পিএম, ২ সেপ্টেম্বর ২০১৮ রবিবার
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) শাখা ছাত্রলীগ।
বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি সফিকুল ইসলাম রবিন ও সাধারণ সম্পাদক এস এম ধ্রুব এর নেতৃত্বে এ সময় নোবিপ্রবি ছাত্রলীগের সর্বস্তরের নেতাকর্মী উপস্থিত ছিলেন। শ্রদ্ধাঞ্জলি অর্পণের পর সেখানে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করেন নোবিপ্রবি শাখা ছাত্রলীগের নেতৃবৃন্দ।
এ সময় ফাতেহা পাঠ করে মোনাজাতের মাধ্যমে ১৯৭৫ সালের ১৫ অগাস্টের কালো রাতে জাতির পিতাসহ শাহাদাত বরণকারী সকল শহীদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।
বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি সফিকুল ইসলাম রবিন বলেন, ছাত্রলীগ জাতির পিতা শেখ মুজিবুর রহমানের নিজ হাতে গড়া সংগঠন। জাতির জনকের আদর্শে বলীয়ান হয়ে নোবিপ্রবি ছাত্রলীগ সব সময় দেশ ও মানুষের কল্যাণে কাজ করে যাবে।
সেই সাথে বঙ্গবন্ধু যেমন সাধারণ মানুষের নেতা হয়ে বাঙালীর সকল অধিকার আদায়ের আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন তেমনিভাবে নোবিপ্রবি ছাত্রলীগ অতীতের মত ভবিষ্যতেও বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের স্বার্থ সংশ্লিষ্ট যেকোনো বিষয়ে নেতৃত্ব দিবে বলে উল্লেখ করেন তিনি।
সাধারণ সম্পাদক এস এম ধ্রুব বলেন, ‘বঙ্গবন্ধু শুধুমাত্র আওয়ামীলীগ, ছাত্রলীগ, যুবলীগের সম্পত্তি নয়। বঙ্গবন্ধু সারা বাংলাদেশের, আর বঙ্গবন্ধু মানেই বাংলাদেশ।` সেই সাথে ১৫ই অগাস্টের শোককে শক্তিতে পরিণত করে দেশবিরোধীদের সকল চক্রান্ত রুখে দিতে নোবিপ্রবি ছাত্রলীগ সবসময় কাজ করে যাবে বলে জানান তিনি।
কেআই/এসি