রাষ্ট্রীয় ব্যাংকগুলোর অনিয়ম-দুর্নীতির দায় জনগণের কাঁধে!
প্রকাশিত : ০১:৩২ পিএম, ১০ আগস্ট ২০১৬ বুধবার | আপডেট: ১২:১৭ পিএম, ৪ এপ্রিল ২০১৭ মঙ্গলবার
রাষ্ট্রীয় ব্যাংকগুলোর অনিয়ম-দুর্নীতির দায় চাপছে জনগণের কাঁধে। বছরের পর বছর করের টাকায় মেটানো হচ্ছে মূলধন ঘাটতি। এজন্য মূলধন সরবরাহের বদলে প্রতিষ্ঠানগুলোকে ঢেলে সাজানোর পরামর্শ দিয়েছেন আর্থিকখাত বিশেষজ্ঞরা। চলতি অর্থবছরের বাজেটে সরকারের মালিকানায় থাকা বাণিজ্যিক ব্যাংকগুলোর জন্য বরাদ্দ আছে দুই হাজার কোটি টাকা। গেল অর্থবছরে পাঁচ হাজার কোটি টাকা বরাদ্দ থাকলেও সংশোধিত বাজেটে তা আঠারশো কোটি টাকায় নামিয়ে আনা হয়। এর আগের দুই অর্থবছরের বাজেটে যথাক্রমে ৫ হাজার কোটি এবং চার হাজার একশো কোটি টাকা টাকা দিয়েছে সরকার। এমন নীতির কারণে দুর্নীতি উৎসাহিত হচ্ছে বলে মত বিশেষজ্ঞদের। বিশ্লেষকদের মতে, সরকারি ব্যাংক গুলোকে ঢেলে সাজাতে সবার আগে পুনঃঅর্থায়নের নীতি বদলাতে হবে। বড় বড় খেলাপি ঋণ অবলোপনের বদলে টাকা উদ্ধারে সমন্বিত পদক্ষেপ নেয়ারও পরামর্শ দিয়েছেন তারা।