পাহাড়ে অপহৃত তিন রোহিঙ্গা উদ্ধার, নিখোঁজ তিন
কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত : ০১:২৬ পিএম, ৩ সেপ্টেম্বর ২০১৮ সোমবার | আপডেট: ০৫:০১ পিএম, ৩ সেপ্টেম্বর ২০১৮ সোমবার
কক্সবাজারের টেকনাফ উপজেলায় অপহৃত তিন রোহিঙ্গা যুবককে গুরুত্বর আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে। আরও ৩ জনের খোঁজ পাওয়া যাচ্ছে না বলে দাবি করেছে তাঁদের পরিবার।
স্থানীয় লোকজনের খবরে আজ সোমবার সকাল ১০টার দিকে টেকনাফের হোয়াইক্যংয়ের চাকমারকুলের পারিয়াপাড়ার পাহাড়ের ভেতর থেকে তাদের উদ্ধার করে পুলিশ। তাদের উখিয়া ফিল্ড হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহতরা হলেন-বালুখালী ই-ব্লকের সাইদ হোসেনের ছেলে নুরুল আলম (৪৫), কুতুপালং ডি-ব্লকের মো: খালেক (২২) ও কুতুপালং ই-ব্লকের মো: আনোয়ার (৩৩)। আজ সকাল ৯টার দিকে স্থানীয় ও রোহিঙ্গাদের সহায়তায় পুলিশ আহতদের উদ্ধার করে উখিয়া ফিল্ড হাসপাতালে ভর্তি করে।
এ তথ্য নিশ্চিত করেছেন টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রনজিত কুমার বড়ুয়া। তিনি একুশে টিভিকে বলেন,স্থানীয় রাখালদের খবরে পুলিশ গিয়ে আহতদের উদ্ধার করে। তিন যুবকের গলাকেটে হত্যার চেষ্টা চালায় অনেকে।
স্থানীয়রা জানান, উখিয়ার বালুখালি ক্যাম্প থেকে গত রাত ২টায় তাদের অপহরণ করে হোয়াইক্যং পাহাড়ে আনা হয়। তবে কি কারণে তাদের অপহরণ করা হয়েছিল জানা সম্ভব হয়নি। নিখোঁজদের উদ্ধার ও ঘটনায় জড়িতদের আটক করতে অভিযান চালানো হচ্ছে।
/ এআর /