ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৮ ১৪৩১

স্মার্টফোট বিক্রি কারার আগে যা না করলে বিপদ!

প্রকাশিত : ০৩:২০ পিএম, ৩ সেপ্টেম্বর ২০১৮ সোমবার

সম্প্রতি ব্যাংক জালিয়াতি, অনলাইন হ্যাকিং-এর ঘটনা ক্রমশ বেড়েই চলেছে। আপনার বাতিল অথবা বিক্রি করে দেওয়া পুরনো ফোন থেকে বিশেষ সফটওয়্যারের সাহায্যে আপনার গুরুত্বপূর্ণ খুঁটিনাটি তথ্য হাতিয়ে নেওয়া এখন হ্যাকার বা জালিয়াতদের কাছে খুবই সহজ কাজ।

আমরা যখন স্মার্টফোন বিক্রি করি বা এক্সচেঞ্জ করি, তখন সাধারণত ফোনের ফ্যাক্টরি রিসেট করেই ভাবি যে, ব্যাংক অ্যাকাউন্ট, সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট-সহ সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য ওই ফোন থেকে মুছে গেছে।

তা কিন্তু মোটেই নয়! কারণ, ফোন থেকে ফ্যাক্টরি রিসেট করে মুছে ফেলা তথ্য যে কোনও সময় জালিয়াতরা নিজস্ব সফটওয়্যার ব্যবহার করে খুব সহজেই জোগাড় করে ফেলতে পারে। তাহলে উপায় কি?

এমন কিছু বিশেষ সফটওয়্যার আছে, যেগুলোর সাহায্যে ফোনের ওই তথ্যগুলি স্থায়ীভাবে মুছে ফেলা সম্ভব।

বর্তমানে স্মার্টফোনে যে কোনও ব্যক্তির সব গুরুত্বপূর্ণ ব্যক্তিগত তথ্য নথিভূক্ত থাকে। ফোনের বহু অ্যাপ-এ ওই তথ্যগুলি ব্যবহার করা হয়। তাই ফোন বাতিল করার আগে বা এক্সচেঞ্জ করার আগে বিশেষ ডেটা ইউজার সল্যুশনের সাহায্যে সমস্ত তথ্য মুছে দিতে হবে।

এ ক্ষেত্রে স্মার্টফোন ব্যবহারকারীদের সাহায্য করবে একটি ডেটা ইরেজার সফটওয়্যার, নাম বিটরেজার (BitRaser)। এই সফটওয়্যার ব্যবহার করে স্মার্টফোন থেকে সমস্ত তথ্য স্থায়ীভাবে মুছে ফেলতে পারবেন ব্যবহারকারীরা। এই সফটওয়্যার ব্যবহার করে বহু মানুষ দারুণ ভাবে উপকৃত হবেন।

এড়ানো যাবে ব্যাংক জালিয়াতি, অনলাইন হ্যাকিং-এর ঝুঁকিও। শুধু স্মার্টফোনই নয়, এই বিটরেজার সফটওয়্যার ব্যবহার করে ডেক্সটপ, ল্যাপটপসহ যে কোন এক্সটার্নাল স্টোরেজ ডিভাইস থেকে সমস্ত তথ্য স্থায়ীভাবে মুছে ফেলতে পারবেন ব্যবহারকারীরা।

জানা গেছে, ইতোমধ্যে প্রায় ২০ লক্ষ মানুষ এই সফটওয়্যার ব্যবহার করেছেন। ৫০টি ডিভাইস থেকে সমস্ত তথ্য স্থায়ীভাবে মুছে ফেলতে সক্ষম বিটরেজারের স্টাটার প্যাক-এর দাম ২১ হাজার টাকা।

সূত্র : কলকাতা প্রতিদিন।

এমএইচ/