ফখরুলের মাথায়-ই গণ্ডগোল : হাছান মাহমুদ
প্রকাশিত : ০৫:১৪ পিএম, ৩ সেপ্টেম্বর ২০১৮ সোমবার | আপডেট: ০৫:২৩ পিএম, ৩ সেপ্টেম্বর ২০১৮ সোমবার
সরকার উন্মাদ হয়ে গেছে বিএনপির মহাসচিবের এমন অভিযোগ প্রত্যাখ্যান করে আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, মির্জা ফখরুলের মাথায়-ই গণ্ডগোল দেখা দিয়েছে।
আজ সোমবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে বাংলাদেশ স্বাধীনতা পরিষদ আয়োজিত আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
হাছান মাহমুদ বলেন, মির্জা ফখরুল বলেছেন, তাদের সমাবেশ বাধাগ্রস্ত করার জন্য নাকি ঠাকুরগাঁও সদর থানার ৮ নং ওয়ার্ডের নেতাকর্মীদের বাড়ি গিয়ে তল্লাশি চালানো হয়েছে ও গ্রেফতার করা হয়েছে। এতেই প্রমাণিত হয় মির্জা ফখরুল সাহেবের মাথায় গণ্ডগোল দেখা দিয়েছে। তিনি বলছেন সরকার উন্মাদ হয়ে গেছে। আসলে তা নয়, তার মাথায়ই গণ্ডগোল দেখা দিয়েছে।
সংবাদ সম্মেলনে মির্জা ফখরুলের বক্তব্যের সমালোচনা করে হাছান মাহমুদ বলেন, ঢাকার সমাবেশ বাধাগ্রস্ত করার জন্য নাকি ঠাকুরগাঁয়ে তল্লাশি চালানো হয়, ঢাকার কথা বললেও এটিকে যুক্তিসঙ্গত কথা বলা যেত। সমাবেশ করার চারদিন আগে তারা অনুমতি পেয়েছেন।
হাছান মাহমুদ বলেন, আমরা যখন বিরোধী দলে ছিলাম তখন চারদিন আগেও অনুমতি পেতাম না। আগেরদিন বিকাল বেলা অথবা রাতের বেলা অনুমতি পেতাম। চারদিন আগে অনুমতি পাওয়ার পর সারাদেশ থেকে নেতাকর্মীদের জড়ো করেও আশানুরূপ সমাবেশ করতে পারেনি। এজন্য আমি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখলাম যারা সমাবেশ করার জন্য অর্থ দিয়েছিল তারা মির্জা ফখরুল ইসলাম সাহেবের ওপর নাখোশ হয়েছেন।
মির্জা ফখরুল নির্বাচন চান না এমন দাবি করে হাছান মাহমুদ বলেন, তারা দেশে একটি বিশেষ পরিস্থিতি সৃষ্টি করতে চান। এই বিশেষ পরিস্থিতি হলে যারা ফায়দা লুটে, তারাও মির্জা ফখরুলের সঙ্গে যুক্ত হয়েছেন।
/ এআর /