ঢাকা, মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১১ ১৪৩১

মধ্য এশিয়ার বৃহৎ মসজিদ কিরগিজস্তানে

প্রকাশিত : ০৫:৩৭ পিএম, ৩ সেপ্টেম্বর ২০১৮ সোমবার

এশিয়ার সর্ববৃহৎ মসজিদ উদ্বোধন করা হলো কিরগিজস্তানের রাজধানী বিশকেকে। ‘কেন্দ্রীয় ইমাম সেরাহসি মসজিদ’নামে এটা পরিচিত হচ্ছে। তুরস্কের প্রেসিডেন্ট রজব তৈয়্যব এরদোগান গত শনিবার মসজিদটি উদ্বোধন করেন। মসজিসটি উদ্বোধনের সময় দুই দেশের আরও গুরুত্বপূর্ণ ধর্মীয় ব্যক্তি ও সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন বরে জানা গেছে।

এ সময় তুরস্কের প্রেসিডেন্ট বলেন, আশা করছি, এই মসজিদ কিরগিজস্তান ও তুর্কি জনগণের মধ্যে ইতিহাস-ঐতিহ্য, ভাষা, সভ্যতা-সংস্কৃতি, বিশ্বাস, চেতনাবোধ ও ভ্রাতৃত্বের স্মারক হয়ে থাকবে। পাশাপাশি মসজিদটি দুই দেশের মধ্যে একতা ও শান্তি আনবে। আমরা পৃথক রাষ্ট্র হলেও এক জাতি। সবকিছুর ওপরে আমরা মুসলিম উম্মাহ।

সম্মুখ থেকে দৃষ্টিনন্দন মসজিদটিমসজিদটিতে ৩৭ মিটার লম্বা গম্বুজ এবং ৪টি সুরম্য মিনার রয়েছে। আয়তন ৭ হাজার স্কয়ার মিটার। এখানে ২০ হাজার মুসল্লি একত্রে নামাজ আদায় করতে পারবেন। অটোম্যান নকশা ও কারুকার্যে মসজিদটি তৈরিতে প্রায় ছয় বছর সময় লেগেছে।

এরদোগান আরও বলেন, এটি কিরগিজস্তানের জাতীয় স্বাধীনতার প্রতীক হিসেবেও বিবেচিত হবে। এই মসজিদের মাধ্যমে দুই দেশের মানুষের মধ্যে সুসম্পর্ক আরও গাঢ় হবে।

তথ্যসূত্র: ডেইলি সাবাহ।

এসএইচ/