ঢাকা, বৃহস্পতিবার   ২৮ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১৩ ১৪৩১

পার্বত্য চট্টগামে পালিত হচ্ছে সকাল-সন্ধ্যা হরতাল

প্রকাশিত : ০১:৪০ পিএম, ১০ আগস্ট ২০১৬ বুধবার | আপডেট: ০১:৪০ পিএম, ১০ আগস্ট ২০১৬ বুধবার

পার্বত্য ভূমি বিরোধ নিস্পত্তি কমিশনের সংশোধনী আইন বাতিলের দাবিতে পার্বত্য চট্টগামে সকাল-সন্ধ্যা হরতাল পালিত হচ্ছে। পার্বত্য নাগরিক পরিষদ ও পার্বত্য বাঙালী ছাত্র পরিষদসহ ৫টি সংগঠন হরতালের ডাক দেয়। সকাল থেকে দুরপাল্লার ও আভ্যন্তরীণ রুটে সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে। আর এতে চরম দূর্ভোগে পড়েছেন পার্বত্য এলাকার যাত্রীরা। বান্দরবান, খাগড়াছড়ি ও রাঙামাটিতে শহরের প্রায় সব এলাকার অধিকাংশ দোকান পাট বন্ধ রয়েছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ পয়েন্টে মোতায়েন রয়েছে অতিরিক্ত পুলিশ।