ঢাকা, বুধবার   ২৭ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১২ ১৪৩১

সাভারে ট্রাক-প্রাইভেটকার সংঘর্ষে প্রকৌশলীসহ নিহত ৩ 

সাভার প্রতিনিধি  

প্রকাশিত : ০৮:০৮ পিএম, ৩ সেপ্টেম্বর ২০১৮ সোমবার

ঢাকার অদূরে সাভারে একটি ট্রাকের সঙ্গে দ্রুত গতির প্রাইভেটকারের সংঘর্ষে এক প্রকৌশলীসহ তিনজন নিহত হয়েছে।  

সোমবার ভোর ৩টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের বলিয়াপুর সিএনজি পাম্পের সামনে এ সড়ক দূর্ঘটনা ঘটেছে।   

নিহতরা হলো-ঠিকাদারী প্রতিষ্ঠান মীর আকতার লিমিটেড এর এক্সিকিউটিভ ডিরেক্টর প্রকৌশলী মো.জহিরুল ইসলাম (৪০), ঢাকা ওয়াসার সার্ভেয়ার নুরুন্নবী (৩৮) এবং দুর্ঘটনা কবলিত প্রাইভেটকারের চালক খলিলুর রহমান (৩৫)।  

থানা পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, রাত তিনটার দিকে মীর আকতার গ্রুপের একটি হাইলাইটস প্রাইভেটকারে করে সিরাজগঞ্জ থেকে ঢাকায় ফিরছিলেন তারা।   

এক পর্যায়ে হাইলাইটস প্রাইভেটকারটি ঢাকা-আরিচা মহাসড়কের বলিয়ারপুর সিএনজি পাম্পের সামনে পৌছলে নিয়ন্ত্রণ হারিয়ে সামনে দাড়িয়ে থাকা একটি ট্রাকের পিছনে সঝোরে ধাক্কা দেয়।

এ সময় হাইলাইটস প্রাইভেটকারটি ধুমরে মুচরে গেলে ঘটনাস্থলেই এক প্রকৌশলীসহ তিনজনের মৃত্যু হয়। 

খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ নিহতদের মরদেহগুলো উদ্ধার করে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। 

অন্যদিকে সড়ক দুর্ঘটনার খবর পেয়ে নিহতের স্বজনসহ উপজেলা প্রশাসন,পুলিশ প্রশাসন ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ছুটে আসেন।    

জানতে চাইলে সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আজগর আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতের মরদেহগুলো স্বজনদের নিকট হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় নিহতদের পরিবারের পক্ষ থেকে থানায় কোন অভিযোগ না করায় ময়না তদন্ত ছাড়াই স্বজনদের দেওয়া হয়েছে। সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হলেও থানায় কোন মামলা রেকর্ড করা হয়নি।  

কেআই/এসি