পরিচালনা পর্ষদ বিতর্ক পিছু ছাড়ছেনা সরকারি ব্যাংকের
প্রকাশিত : ০৩:০০ পিএম, ১১ আগস্ট ২০১৬ বৃহস্পতিবার | আপডেট: ০৩:০১ পিএম, ১১ আগস্ট ২০১৬ বৃহস্পতিবার
পরিচালনা পর্ষদ বিতর্ক পিছু ছাড়ছেনা সরকারি ব্যাংকের। রাজনৈতিক বিবেচনায় অযোগ্য অনেককে নিয়োগ দেয়ার খেসারত এখন দিচ্ছে প্রতিষ্ঠানগুলো। এমন পরিস্থিতির পুনরাবৃত্তি ঠেকাতে কেন্দ্রীয় ব্যাংকের হাতে এ দায়িত্ব অর্পনের পরামর্শ বিশ্লেষকদের।
২০০৯ সালে মহাজোট সরকার ক্ষমতা গ্রহণের পরের বছরই পুনর্গঠন করা হয় সরকারের মালিকানায় থাকা বাণিজ্যিক ব্যাংকগুলোর পরিচালনা পর্ষদ। রাজনৈতিক বিবেচনায় নিয়োগ দেয়া হয় অনেককে। আর সোনালী ব্যাংকের হলমার্ক কেলেঙ্কারিতে কয়েকজন পরিচালকের সংশ্লিষ্টতার অভিযোগ এলে, সেসময় প্রশ্ন উঠে তাদের যোগ্যতা নিয়েও।
তবে, পরিচালনা পর্ষদে রাজনৈতিক বিবেচনায় নিয়োগপ্রাপ্তরা না থাকলেও সম্পূর্ণ সন্তুষ্ট হওয়ার সুযোগ নেই বলে মনে করেন এই বিশ্লেষক।
সৎ দক্ষ ও যোগ্য ব্যক্তিদের পরিচালনা পর্ষদে আনতে পারলেই এই প্রতিষ্ঠানগুলোতে আবার সুদিন ফিরবে বলে মত বিশ্লেষকদের।
পরিচালনা পর্ষদ এবং প্রধান নির্বাহীর মধ্যে ক্ষমতার ভাগাভাগি যথাযথ প্রক্রিয়ায় হতে হবে বলেও মত তাদের।