ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৯ ১৪৩১

জোড়া মাথার জমজের ২য় ধাপের সফল অস্ত্রোপচার (ভিডিও)

প্রকাশিত : ১০:৪৭ এএম, ৪ সেপ্টেম্বর ২০১৮ মঙ্গলবার | আপডেট: ১০:৫২ এএম, ৪ সেপ্টেম্বর ২০১৮ মঙ্গলবার

পাবনার চাটমোহরের শিক্ষক দম্পতির মাথা জোড়া লাগানো জমজ সন্তান রাবেয়া ও রোকেয়ার দ্বিতীয় ধাপের অপারেশন সফল হয়েছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে তাদের চিকিৎসা চলছে। সুস্থ ও স্বাভাবিক অবস্থায় শিশু দু’টিকে কাছে পাওয়ার আশায় রয়েছে রাবেয়া- রোকেয়ার মা- বাবা।

পাবনার চাটমোহর উপজেলায় মূলগ্রাম ইউনিয়নের শিক্ষক দম্পতির সন্তান রাবেয়া ও রোকেয়ার জন্ম ২০১৬ সালের ১৬ জুলাই। শুরু থেকেই মাথা জোড়া লাগানো তাদের। বাবা রফিকুল ইসলাম ও মা তাসলিমা খাতুন ওই এলাকার অমৃতকুন্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। তাদের পক্ষে জটিল অপারেশনের চিকিৎসা ব্যয় বহন করা সম্ভব ছিলো না। বিষয়টি জানতে পেরে সহায়তায় এগিয়ে আসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রীর নির্দেশে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের তত্ত্বাবধানে অপারেশনের জন্য গঠন করা হয় বিশেষজ্ঞ টিম। এতে দেশীয় বিশেষজ্ঞ চিকিৎসকদের পাশাপাশি রয়েছেন বিদেশের দুইজন খ্যাতনামা নিউরো সার্জন। বিদেশী চিকিৎসকদের আসা-যাওয়া সহ সকল খরচ বহন করছেন প্রধানমন্ত্রী।

চলতি বছরের ২৩ ফেব্র“য়ারি প্রথম অপারেশনের পর গেলো সোমবার হয় দ্বিতীয় ধাপের অপারেশন। 

নভেম্বরে তৃতীয় ধাপের অপারেশন হবে। 

চতুর্থ অপারেশনের সময় নির্ধারণ করা হয়েছে আগামি বছরের ফেব্র“য়ারিতে। ওই অপারেশন হবে শেখ হাসিনা ন্যাশনাল ইন্সটিটিউট অব বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি হাসপাতালের অত্যাধুনিক অপারেশন থিয়েটারে।