পেট্রোল কিনতে লাগবে হেলমেট (ভিডিও)
প্রকাশিত : ১০:৫৭ এএম, ৪ সেপ্টেম্বর ২০১৮ মঙ্গলবার
মোটর সাইকেল চালকের হেলমেট না থাকলে, পেট্রোল বিক্রি না করার কথা জানিয়েছে পাম্প কর্তৃপক্ষ। রংপুরে পুলিশের নির্দেশনায় এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে। এদিকে, চেকপোস্ট বসিয়ে মাথায় হেলমেট পরার বিষয়টি তদারকি করছে পুলিশ। সড়ক দুর্ঘটনায় প্রাণহানি কমাতে, আইন শৃঙ্খলা বাহিনীর এমন উদ্যোগে খুশি সাধারণ মানুষ।
দুর্ঘটনায় প্রাণহানি কমাতে মোটর সাইকেল চালকদের হেলমেট পরা বাধ্যতামূলক করতে সচেতনতামূলক কার্যক্রম চালাচ্ছে রংপুরের পুলিশ প্রশাসন।
হেলমেটবিহীন চালকদের কাছে পেট্রোল বিক্রি না করার জন্য পাম্প মালিকদের নির্দেশ দেয়া হয়েছে। এছাড়াও নগরীর গুরুত্বপূর্ণ স্থানে চেকপোষ্ট বসিয়ে হেলমেটবিহীন চালকদের মোটর সাইকেল জব্দ করা হচ্ছে।
পুলিশের এমন উদ্যোগে খুশি সাধারণ মানুষ।
দুর্ঘটনা রোধে সারাদেশে এমন কর্মসূচি নেয়ার পরামর্শ দিয়েছেন সচেতন নাগরিকরা।