সহজেই শনাক্ত হবে ক্যান্সার: বাংলাদেশিদের গবেষণা
প্রকাশিত : ০২:৩১ পিএম, ৪ সেপ্টেম্বর ২০১৮ মঙ্গলবার
রক্ত পরীক্ষার মাধ্যমে ক্যান্সার শনাক্ত করা সম্ভব হবে বলে জানিয়েছেন বাংলাদেশের একদল গবেষক। ইতোমধ্যে এ গবেষণার ফলের পেটেন্টের জন্য একযোগে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রে আবেদন করা হয়েছে।
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. ইয়াসমিন হকের নেতৃত্বে এক দল গবেষক ক্যান্সার শনাক্তকরণের সাশ্রয়ী প্রযুক্তি উদ্ভাবন করেছেন। এ উদ্ভাবন সম্পর্কে জানাতে আগামীকাল বুধবার রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।
অধ্যাপক ড. ইয়াসমিন হক জানান, গবেষণাটি মূলত ক্যান্সার নির্ণয়ের সহজ একটা পদ্ধতি বের করার জন্য। এ ধরনের গবেষণা বিশ্বে প্রথম। তবে এ বিষয়ে আরও অনেক উচ্চতর গবেষণা প্রয়োজন।
জানা যায, এ পদ্ধতিতে একজন রোগীর দেহে কোনও ধরনের যন্ত্রপাতি প্রবেশ না করিয়ে প্রচলিত পদ্ধতির বাইরে নতুন একটি পদ্ধতিতে রক্ত পরীক্ষা করে সম্ভাব্য ক্যান্সারের ভবিষ্যদ্বাণী করার একটি সম্ভাবনা উন্মোচিত হয়েছে। প্রাথমিক পরীক্ষার সস্তোষজনক ফলাফল পাওয়ার পরিপ্রেক্ষিতে একটি পেটেন্টের আবেদন একযোগে বাংলাদেশ ও ইউএসএ পেটেন্ট অফিসে জমা দেওয়া হয়েছে গত ৯ জুলাই। কাজেই ক্যান্সার রোগ নির্ণয়ের সম্পূর্ণ নতুন একটি পদ্ধতি হিসেবে এটি সম্ভাবনার নতুন একটি দ্বার উন্মোচন করেছে বলে মনে করা হচ্ছে।
একে//