রাজশাহীতে বোমাসহ জামায়াত নেতা গ্রেফতার
রাজশাহী প্রতিনিধি
প্রকাশিত : ১০:২৬ পিএম, ৪ সেপ্টেম্বর ২০১৮ মঙ্গলবার
রাজশাহীর তানোরে চারটি হাতবোমা ও পাঁচটি পেট্রোল বোমাসহ জামায়াতে ইসলামীর এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার গভীর রাতে উপজেলার বারোঘরিয়া গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত জামায়াত নেতার নাম ওবাইদুর রহমান (৪৭)। সে উপজেলা জামায়াতের রোকন বলে জানিয়েছেন রাজশাহী জেলা পুলিশের মুখপাত্র ও সিনিয়র সহকারী পুলিশ সুপার (সদর) আবদুর রাজ্জাক খান।
তিনি জানান, নাশকতার পরিকল্পনা করছে তানোরের ওই জামায়াত নেতা এমন গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ওবাইদুরের বাড়িতে অভিযান চালায়। এ সময় তাকে আটকের পর তার বাড়ি তল্লাশী করে চারটি হাতবোমা ও পাঁচটি পেট্রোল বোমা পাওয়া যায়। তার বিরুদ্ধে বিস্ফোরক ও সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।
এছাড়াও সোমবার সন্ধ্যা থেকে মঙ্গলবার ভোর পর্যন্ত জেলার আটটি থানা পুলিশ মাদকবিরোধী অভিযান চালিয়ে ৪৫ জনকে গ্রেফতার করেছে বলে জানিয়েছেন আবদুর রাজ্জাক খান। এ সময় বেশ কিছু মাদক দ্রব্য উদ্ধার করা হয়। এর মধ্যে গোদাগাড়ী থানায় পাঁচজন, তানোর থানায় পাঁচজন, মোহানপুরে ছয়জন, পুঠিয়ায় চারজন, বাগমারায় তিনজন, দুর্গাপুরে চারজন, চারঘাটে ১১ জন ও বাঘা থানায় সাতজন।
কেআই/ এসএইচ/