ঢাকা, বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫,   মাঘ ২ ১৪৩১

কর্মের মধ্যেই বেঁচে থাকবেন মামুন [ভিডিও]

প্রকাশিত : ১১:১৪ পিএম, ৪ সেপ্টেম্বর ২০১৮ মঙ্গলবার | আপডেট: ০২:২২ পিএম, ৮ সেপ্টেম্বর ২০১৮ শনিবার

মামুন রশিদ। প্রায় প্রতিদিন একুশের পর্দায়। ছবি, কথা ও কণ্ঠে সবশেষ খবর। প্রধানমন্ত্রীর দফতর তার নিজস্ব বিট হলেও, তরুণ এই প্রতিভাদীপ্ত সাংবাদিক সংবাদ খুঁজে ফিরেছেন সর্বত্রই। থেমে গেছে তার অবিরাম পথচলা। অকাল মৃত্যু তাকে কেড়ে নিয়েছে বন্ধু, স্বজন, সহকর্মীদের কাছ থেকে।

২ সেপ্টেম্বর, প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিমসটেকের চতুর্থ শীর্ষ সম্মেলন পরবর্তী সংবাদ সম্মেলন নিয়ে করা প্রতিবেদনটি ছিলো মামুনুর রশীদের সর্বশেষ রিপোর্ট।

কে জানত এর একদিন পরেই থেমে যাবে তরুণ এই সাংবাদিকের কণ্ঠ।

শুধু দেশের মাটিতেই নয়, বিদেশে গিয়েও প্রধানমন্ত্রীর সংবাদ সংগ্রহ করেছেন মামুন রশিদ।

আর কোনদিনই শোনা যাবে না প্রতিভাবান সাংবাদিক, সদা হাস্যোজ্জল মামুন রশীদের কণ্ঠ। মামুন রশিদের প্রতি একুশে পরিবারের শ্রদ্ধা।

ভিডিও: