ঢাকা, বুধবার   ২৭ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১২ ১৪৩১

রাজশাহীতে অভিযানে জামায়াত-শিবির কর্মীসহ ১৫জন গ্রেফতার

রাজশাহী অীফস

প্রকাশিত : ০৩:৩৭ পিএম, ৫ সেপ্টেম্বর ২০১৮ বুধবার

রাজশাহীতে অভিযান চালিয়ে জামায়াত-শিবিরের ১০ জনসহ ১৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার রাজশাহী বিশ্ববিদ্যালয় সংলগ্ন বুধপাড়া এলাকায় জঙ্গিবাদ, সন্ত্রাস ও মাদক বিরোধী এ অভিযান চালায় রাজশাহী মহানগর পুলিশ।

মহানগর পুলিশের মুখপাত্র ও সিনিয়র সহকারি কমিশনার ইফতে খায়ের আলম জানান, সকাল থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয় সংলগ্ন বুধপাড়া এলাকা ঘরে রেখে বাড়ি বাড়ি তল্লাশি করা করা হয়। দুপুর পর্যন্ত চলা এ অভিযানে জামায়াত-শিবিরের ১০ নেতাকর্মীসহ ১৫ জনকে গ্রেফতার করা হয়েছে। বাকি পাঁচনের মধ্যে চারজন গ্রেফতারি পরোয়ানার আসামী ও একজনকে মাদক আইনে গ্রেফতার করা হয়েছে।

তিনি বলেন, এ অভিযানে নেতৃত্ব দেন মহানগর পুলিশের মতিহার জোনের উপ-কমিশনার সাজিদ হোসেন। অভিযানে মতিহার থানা ছাড়াও মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) ও পুলিশ লাইনের বিপুলসংখ্যক পুলিশ অংশ নেন।

ইফতে খায়ের জানান, সোমবার থেকে এ অভিযান শুরু করে মহানগর পুলিশ। প্রথম দিনে মেহেরচন্ডি এবং পরের দিন ডাঁশমারি এলাকায় অভিযান চালানো হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।

এদিকে, মঙ্গলবার সন্ধ্যা থেকে বুধবার ভোর পর্যন্ত নগরীতে বিশেষ অভিযান চালিয়ে ৪৩ জনকে আটক করা হয়েছে। এর মধ্যে গ্রেফতারি পরোয়ানার আসামী ১৪ জন, মাদক দ্রব্যসহ ১০ জন ও অন্যান্য অপরাধে ১৯ জন। নগরের ১২টি থানা ও গোয়েন্দা পুলিশ পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন সিনিয়র সহকারি কমিশনার ইফতে খায়ের আলম। এ সময় বেশ কিছু মাদক দ্রব্য উদ্ধার করা হয় বলে জানান তিনি।

একে//