রাজধানীর বাজারে কয়েকটি নিত্যপন্যের দাম বেড়েছে
প্রকাশিত : ০১:৫২ পিএম, ১২ আগস্ট ২০১৬ শুক্রবার | আপডেট: ০১:৫২ পিএম, ১২ আগস্ট ২০১৬ শুক্রবার
রাজধানীর বাজারে বেড়েছে বেশ কয়েকটি নিত্যপণ্যের দাম। ডাল, চিনি ও আটা কিছুটা কমলেও উর্ধমুখি পেঁয়াজ ও রসুনের দাম। এদিকে এখনো বেশী দামেই বিক্রি হচ্ছে কাচাঁমরিচ-সহ বেশ কয়েকটি সবজি। আর মাছের সরবরাহ বাড়লেও দাম বেশী নেয়ার অভিযোগ ক্রেতাদের।
গেলো কয়েক সপ্তাহে বেশ কয়েকবার দাম বাড়ে কাঁচামরিচের। আর এ সপ্তাহে তা বেড়ে দাঁড়ায় ১০০ টাকায়। পাশাপাশি বেড়েছে অন্যান্য সবজির দামও। বেগুন ৪০, লাউ ১টি ৫০ টাকা। বাকি সব সবজির কেজি বিক্রি হচ্ছে ৩০ থেকে ৪০ টাকায়। আর এজন্য বন্যাকেই দায়ী করছেন দোকানিরা।
বাজারে মাছের সরবরাহ বাড়লেও, দাম কমেনি বলে অভিযোগ ক্রেতাদের। মাঝারি সাইজের একটি ইলিশ বিক্রি হচ্ছে ৭০০ টাকা।
দাম কমেছে ডাল, চিনি ও আটার। আর আগের বাড়তি দামেই বিক্রি হচ্ছে ভোজ্য তেল।
এদিকে গরু ও খাসির মাংসের দাম রয়েছে আগের মতই।