দুতার্তেকে হিটলারের বীভৎসতা পাঠ করালেন ইসরায়েলি প্রেসিডেন্ট
প্রকাশিত : ০৭:২৪ পিএম, ৫ সেপ্টেম্বর ২০১৮ বুধবার
২০১৬ সালে নিজেকে হিটলার বলে ঘোষণা দিয়েছিলেন ফিলিপাইনের প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তে। হিটলারের মতোই নিজেকে শক্তিশালী বলে মনে করেন তিনি। তবে হিটলার যে কতবড় মস্ত শয়তান ছিল, এবার সে পাঠ দুতার্তেকে বুঝিয়ে দিলেন ইসরায়েলি প্রেসিডেন্ট রিউভেন রিভলিন।
হিটলার আসলে শয়তানেরই প্রতিনিধিত্ব করছিল জানিয়ে রিভলিন দুতার্তেকে বলেন, ‘আপনি জেরুসালেমে মিউজিয়ামটি পরিদর্শন করে সম্ভবত বুঝতে পেরেছেন, যেসব মানুষ সেই বিপর্যয়ের শিকার হয়েছিল, তাঁদের অনুভূতি কেমন ছিল৷’
ইসরায়েলি প্রেসিডেন্টের জেরুসালেম কার্যালয়ে দুই নেতার বৈঠক চলাকালে এ কথা বলেন তিনি৷ ইসরায়েল সফররত দুতার্তে সোমবার ইয়াদ ভাসেম হলোকস্ট মেমোরিয়াল পরিদর্শন করেন৷ রিভলিন সেই প্রসঙ্গ টেনে আশা প্রকাশ করে দুতার্তেকে বলেন, ‘ঘেটো’ বলতে বোঝায় শহরের সেই সংকীর্ণ অংশ, ইহুদিদের যেখানে থাকতে বাধ্য করা হতো৷ পোল্যান্ডের লুড্জ শহরের ঘেটোর এই ছবিটি এঁকেছিলেন ইয়োসেফ কোভনার, যিনি হলোকস্ট থেকে প্রাণ বাঁচাতে সক্ষম হয়েছিলেন৷ ‘হলোকস্টের চিত্রকলা: ইয়াদ ভাশেম সংগ্রহশালা থেকে ১০০টি চিত্র’, এই নাম দিয়ে বার্লিনে জার্মান ঐতিহাসিক সংগ্রহশালায় কোভনার ও অন্যান্য হলোকস্ট শিল্পীদের শিল্পকর্ম প্রদর্শিত হচ্ছে৷
রিভিলিনের কার্যালয় থেকে জানানো হয়েছে যে, দুতার্তে তাঁর দেশের নিরাপত্তার জন্য ইসরায়েলের কাছ থেকে সমরাস্ত্র কিনতে বিশেষ আগ্রহ দেখিয়েছেন৷ তবে জেরুসালেমে দুই নেতার বৈঠক চলাকালে প্রতিবাদে অংশ নিয়েছিলেন কিছু মানুষ৷ তাঁরা মনে করেন, ফিলিপাইনে যে ‘অপরাধ সংঘটিত হচ্ছে`, তাতে দেশটির কাছে অস্ত্র বিক্রির মাধ্যমে ইসরায়েলের অংশ নেয়া উচিত হবে না৷
উল্লেখ্য, দুতার্তে সোমবার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহুর সঙ্গে সাক্ষাৎ করেছেন৷ বুধবার তিনি তেল আভিভে একটি স্মৃতিসৌধের উদ্বোধন করবেন, যেটি হলোকস্ট থেকে বাঁচতে ফিলিপাইন্সে আশ্রয় নেয়া ১,৩০০ ইহুদির স্মরণে করা হয়েছে৷ সেই সময় তাঁদের আশ্রয় দিয়ে মহানুভবতার পরিচয় দিয়েছিল দেশটি৷
এমজে/