ঢাকা, সোমবার   ২৫ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১০ ১৪৩১

সাম্প্রতিক জঙ্গি হামলাগুলোর মূলহোতারা ঢাকায় আছে

প্রকাশিত : ০২:০৭ পিএম, ১২ আগস্ট ২০১৬ শুক্রবার | আপডেট: ০২:০৭ পিএম, ১২ আগস্ট ২০১৬ শুক্রবার

সাম্প্রতিক জঙ্গি হামলাগুলোর মূলহোতা সেনাবাহিনীর চাকরিচ্যুত কর্মকর্তা জিয়া ও জেএমবি’র একাংশের নেতা তামিম চৌধুরী ঢাকায় আছে। আর মারজান নামে জঙ্গি কর্মকান্ডের আরেক মাস্টারমাইন্ডের বিষয়ে তথ্য মিলেছে বলে জানিয়েছেন ডিএমপির অতিরিক্ত কমিশনার মনিরুল ইসলাম। রাজধানীর দারুস সালাম এলাকা থেকে জেএমবির আত্মঘাতি দলের সদস্যদের গ্রেপ্তারের পর এমন দাবি করেন তিনি।<ংঃৎড়হম> গুলশান ও শোলাকিয়ায় জঙ্গি হামলাসহ দেশের বিভিন্ন স্থানে সংঘটিত সাম্প্রতিক জঙ্গি হামলাগুলোর মূল হোতা হিসেবে আনসারউল্লাহ বাংলাটিমের সামরিক শাখার প্রধান চাকরিচ্যুত মেজর সৈয়দ জিয়াউল হক ও জেএমবি’র একাংশের নেতা তামিম চৌধুরীকে আগেই চিহ্নিত করে আইন-শৃঙ্খলা বাহিনী। তাদের গ্রেপ্তারে চলছে অভিযান। বৃহষ্পতিবার রাতে রাজধানীর দারুস সালাম এলাকা থেকে নিষিদ্ধ জেএমবির আত্মঘাতি দলের সদস্যদের গ্রেপ্তারের পর ডিএমপি’র মিডিয়া সেন্টারে সংবাদ ব্রিফিংয়ে সাম্প্রতিক জঙ্গি হামলার সাথে জড়িত আরও এক মাস্টারমাইন্ডের বিষয়েও তথ্য মেলার দাবি করা হয়। গ্রেপ্তার জঙ্গিরা রাজধানীতে বড় ধরণের নাশকতার পরিকল্পনা করছিলো বলেও দাবি করেন তিনি।