মালয়েশিয়ায় জিম্মি ৬৫ বাংলাদেশিসহ ৩৭৭ পাসপোর্ট উদ্ধার
শেখ আরিফুজ্জামান, মালয়েশিয়া থেকে
প্রকাশিত : ০৯:৩৬ পিএম, ৫ সেপ্টেম্বর ২০১৮ বুধবার | আপডেট: ১০:৩৮ পিএম, ৫ সেপ্টেম্বর ২০১৮ বুধবার
মালয়েশিয়ার বান্ডার বারু নিলাই শহরের একটি অফিস থেকে ৩৭৭টি পাসপোর্টসহ ৬৫ জন প্রবাসী বাংলাদেশীকে উদ্ধার করেছে সে দেশের অভিবাসন বিভাগ। এ সময় কোম্পানির একজন কর্মকর্তাকে গ্রেফতার করা হয় বলে জানা গেছে।
বুধবার (৪ সেপ্টেম্বর) অভিবাসন বিভাগের মহাপরিচালক দাতুক সেরি মোস্তফা আলী সাংবাদিকদের জানান, দীর্ঘদিন যাবত অবৈধদের বৈধ করার নামে প্রতারণাসহ জাল ভিসা তৈরির অভিযোগ ছিল কোম্পানিটির বিরুদ্ধে। এছাড়া কোম্পানিটি দীর্ঘদিন যাবত অভিবাসী শ্রমিকদের জিম্মি করে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে।
উদ্ধারকৃত বাংলাদেশীরা জানান, দীর্ঘ পাঁচ মাস যাবত বেতন না দিয়ে রুমের ভিতর তাদেরকে আটকে রেখে ছিলো। এছাড়া বিভিন্ন কোম্পানির কাছে এ সব বাংলাদেশি শ্রমিকদের ১৮০০ থেকে ২০০০ মালয় রিংগিতের বিনিময়ে বিক্রি করতো বলে তারা জানান।
উল্লেখ্য, সম্প্রতি আরও একটি বড় সিন্ডিকেটকে নিলাই থেকে গ্রেফতার করে অভিবাসন বিভাগ।
কেআই/এসি