খানাখন্দে ভরা ফরিদপুরের সড়ক, যাত্রীদের ভোগান্তি (ভিডিও)
প্রকাশিত : ১০:৫৫ এএম, ৬ সেপ্টেম্বর ২০১৮ বৃহস্পতিবার | আপডেট: ১১:০৩ এএম, ৬ সেপ্টেম্বর ২০১৮ বৃহস্পতিবার
ফরিদপুরের বোয়ালমারী-আলফাডাঙ্গা আঞ্চলিক সড়কের অর্ধেকটা জুড়েই খানা খন্দ। ঘটছে দুর্ঘটনা। দুর্ভোগে যাত্রীরা।
ফরিদপুরের মাঝকান্দি থেকে বোয়ালমারী হয়ে গোপালগঞ্জের ভাটিয়াপাড়া পর্যন্ত প্রায় ৩৩ কিলোমিটার দীর্ঘ এই আঞ্চলিক মহাসড়ক। এ বছরের মার্চে মধুখালী অংশের আংশিক সংস্কার হয়।তবে ঝুঁকি নিয়ে যানবাহন চলছে বোয়ালমারী অংশে।
দুই পাশের মাটি সরে যাওয়ায় সড়কের বেশ কিছু স্থান হুমকির মুখে। প্রায়ই ঘটছে দুর্ঘটনা। ভোগান্তিতে এই এলাকার যাত্রীরা।
পুরো সড়কটি সংস্কার না হওয়ায় ক্ষুব্দ স্থানীয়রা।
দুদর্শার কথা মানলেও সড়ক ও জনপদ বিভাগ দুষছে জমি অধিগ্রহন নিয়ে জটিলতাকে।
দ্রুত সড়কটি সংস্কার এখন এই অঞ্চলের বাসিন্দাদের জনদাবি।