ঢাকা, বৃহস্পতিবার   ২৮ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১৩ ১৪৩১

বন্যায় ৩ জেলায় ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি

প্রকাশিত : ০২:১৯ পিএম, ১২ আগস্ট ২০১৬ শুক্রবার | আপডেট: ০২:১৯ পিএম, ১২ আগস্ট ২০১৬ শুক্রবার

বন্যায় গাইবান্ধা, সিরাজগঞ্জ ও কুড়িগ্রামে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ৩ জেলায় নষ্ট হয়েছে প্রায় ৮২ হাজার হেক্টর জমির ফসল। আউশ, রোপা, আমন ও বীজতলা-সহ বিভিন্ন সবজি ক্ষেত তলিয়ে যাওয়ায় দিশেহারা এসব এলাকার কৃষক। এ অবস্থায় সরকারের দ্রুত হস্তক্ষেপ কামনা করছেন তারা। বন্যার পানি নেমে গেছে; ভেসে উঠেছে ক্ষয়ক্ষতির চিহ্ন। গাইবান্ধার ফুলছড়ি, সাঘাটা, সুন্দরগঞ্জ ও সদর উপজেলার ৫২টি ইউনিয়ন বন্যা-কবলিত হলেও ২৭টি ইউনিয়নে ক্ষতি হয় সবেচেয়ে বেশি। কৃষি বিভাগের তথ্যমতে, বীজতলা ও রোপা আমনসহ জেলায় এবার ৪৫ হাজার ৬শ’ ৮৩ হেক্টর জমির ফসল নষ্ট হয়েছে। সিরাজগঞ্জের ৯ উপজেলার ২৫ হাজার ৫২৪ হেক্টর জমির আবাদী ফসল ও সবজির ক্ষেত তলিয়ে যাওয়ায় লক্ষাধিক কৃষকের দিন কাটছে দুশ্চিন্তায়। কুড়িগ্রামের ৯ উপজেলায় ৫৭ ইউনিয়নের প্রায় ১১ হাজার হেক্টর জমির ফসলের ক্ষতি হয়েছে। আর কৃষি বিভাগের হিসেব অনুযায়ী প্রায় ৯ হাজার হেক্টর জমির ফসল পুরোপুরি নষ্ট হয়ে গেছে। ক্ষতিগ্রস্ত হয়েছেন জেলার ৭শ’ ২৮ গ্রামের ১ লাখ ৬০ হাজার কৃষক। নতুন করে আমন বীজতলা তৈরিসহ সরকারীভাবে নানা সহায়তার কথা জানালেন কৃষি কর্মকর্তা। এদিকে বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়েছে সাতক্ষীরার জনজীবন। নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় দু’দিনের টানা বৃষ্টিতে প্লাবিত হয়েছে নিম্নাঞ্চল। পানিতে তলিয়ে গেছে জেলার হাজার হাজার বিঘা মৎস্য ঘের, ফসলি জমি ও পুকুর।