ঢাকা, শনিবার   ২১ সেপ্টেম্বর ২০২৪,   আশ্বিন ৬ ১৪৩১

সালমান শাহ: ২২ বছরেও খোলেনি মৃত্যুরহস্যের জট

প্রকাশিত : ০১:৫৬ পিএম, ৬ সেপ্টেম্বর ২০১৮ বৃহস্পতিবার

বাংলা চলচ্চিত্রের অমর নায়ক সালমান শাহ। আজ বৃহস্পতিবার, ৬ সেপ্টেম্বর ২০১৮। আজ তার ২২তম মৃত্যুবার্ষিকী।

ঢাকাই ছবিতে সালমান শাহ এসেছিলেন ধূমকেতুর মতো। এলেন, দেখলেন জয় করলেন রীতিতেই তিনি সুপারস্টার বনে গিয়েছিলেন। কিন্তু ক্যারিয়ারের মাত্র ৪ বছরেই ১৯৯৬ সালের আজকের এই দিনে নিভে গেল সেই উজ্জ্বল নক্ষত্র।

দীর্ঘ ২২ বছর পার হলেও ‘স্টাইল আইকন’খ্যাত এক সময়ের তুমুল এই জনপ্রিয় নায়কের মৃত্যু রহস্য উদঘাটন হয়নি।

নন্দিত এ নায়কের স্ত্রী সামিরার দাবি আত্মহত্যা করেছিলেন তিনি, গলায় ফাঁস দিয়ে। কিন্তু সালমানের পরিবার এটিকে খুন দাবি করে সামিরাকে তুলে খুনীর কাঠগড়ায়। ২২ বছর পেরিয়ে গেলেও আজও সালমানের পরিবার ও ভক্তরা খুনের দাবিতেই অটল।

সর্বশেষ ২০১৬ সালে পুলিশের নবগঠিত সংস্থা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) নতুন করে তদন্তভার দেওয়া হয়। কিন্তু দীর্ঘ সময় পার হওয়ায় এ মামলার অসংখ্য আলামত নষ্ট হয়ে গেছে। এমতাবস্থায় খোদ তদন্ত সংশ্লিষ্টরাই সন্দিহান। অন্যদিকে, মামলাটির সুষ্ঠু তদন্তের স্বার্থে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃষ্টি আকর্ষণ করেছেন সালমান শাহ’র মা নীলা চৌধুরী।

জানা যায়, আগামী ১৮ নভেম্বর এ মামলার অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য রয়েছে।

শোবিজে কাজ করা নিয়ে সালমানের অন্য রকম আগ্রহ ছিল। শুরুর দিকে সে র‌্যাম্পে হেঁটেছে। অনেকদিনের সংগ্রামে ১৯৯২ সালের মাঝামাঝিতে ইমন চলচ্চিত্রের অভিনয়ের প্রস্তাব পায়। অবশেষে ওই বছরের ৩ আগস্ট মহরতের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে তিনি সিনেমার নায়ক হিসেবে যাত্রা করলো ‘কেয়ামত থেকে কেয়ামত’ সিনেমা দিয়ে।’  প্রথম ছবিতে মাত্র ২৫ হাজার টাকা পারিশ্রমিক নিয়েছিলো সালমান শাহ। এরপর শাবনূরের সঙ্গে ‘তুমি আমার’ ছবির জন্য প্রথমবারের মতো ১ লাখ টাকা পারিশ্রমিক নেয় সে। এরপর আবারও ‘দেনমোহর’ সিনেমায় ইমন ও মৌসুমী জুটি। এগুলো যখন সুপার-ডুপার হিট করে তখন ধীরে ধীরে তার পারিশ্রমিকও বেড়ে যায়। সর্বশেষ ছটকু আহমেদের ‘বুকের ভেতর আগুন’ সিনেমার জন্য সে দশ লাখ টাকা নিয়েছিলো। এই পারিশ্রমিকে ইমন হয়ে উঠেছিলো সবচেয়ে দামি নায়ক। আরও বেশ কিছু ছবিতেও অভিনয় করেছেন নন্দিত এ নায়ক। আরও বেশ কিছু ছবি নিয়ে আলোচনাও হচ্ছিল।

কিন্তু প্রিয় নায়ক বেঁচে থাকতে দেখে যেতে পারল না কী জনপ্রিয়তাই না সে অর্জন করেছিলো।

একে//