ঢাকা, সোমবার   ০২ ডিসেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১৮ ১৪৩১

বৃহস্পতিবার জন্মগ্রহণকারীদের মধ্যে যে বিশেষ গুণটি থাকে!

প্রকাশিত : ০৫:৫৫ পিএম, ৬ সেপ্টেম্বর ২০১৮ বৃহস্পতিবার | আপডেট: ০৬:০১ পিএম, ৬ সেপ্টেম্বর ২০১৮ বৃহস্পতিবার

মানুষ বিচিত্র রকমের। মানুষের চরিত্র সম্পর্কে বাইরে থেকে কিছুই বোঝা যায় না। কার মনে কী ধরনের গোপন চিন্তা লুকিয়ে আছে মানুষের ব্যবহার থেকে তা জানা সব সময় সম্ভব হয়ে ওঠে না। জ্যোতিষ শাস্ত্র বলছে, একজন মানুষ সম্পর্কে কিছুটা ধারণা করা যায় সে সপ্তাহের কোন বারে জন্মগ্রহণ করেছে তার ওপর। জেনে নেওয়া যাক ,বৃহস্পতিবার যাঁরা জন্মগ্রহণ করেন তাঁদের চরিত্র কেমন হয়।   

এদের স্বভাব কেমন হয়? কথাতেই বলে বৃহস্পতির দশা মানেই অর্থ, সম্পত্তি। বৃহস্পতিবারে যাঁরা জন্মগ্রহণ করেন, তাঁদের জীবনে সম্পত্তি ও অর্থের প্রাচুর্য থাকা অসম্ভব নয়! এঁরা জীবনে যেকোনও কিছুই বড়সড় আকারে করতে ভালোবাসেন। এঁরা খুবই ইতিবাচক ভাবনা নিয়ে এগোতে ভালোবাসেন। এঁরা জন্ম থেকেই কিছু শেখাতে পড়াতে ভালোবাসেন। নেতৃত্ব দেওয়ার ক্ষমতা এঁদের মধ্যে অনেক বেশি।  

কেরিয়ার
যাঁরা বৃহস্পতিবার জন্মান তাঁদের মধ্যে সকলকে তুষ্ট করে চলবার ব্যাপক ক্ষমতা থাকে। ফলে যেকোনও বিষয়ে নেতৃত্ব দিতে এঁরা অনেক বেশি পটু হয়ে ওঠেন। ফলে যেকোনও উচ্চ পর্যায়ের দায়িত্বপূর্ণ কাজের ক্ষেত্রে এঁরা বেশি উপযুক্ত।

প্রেম
এরা খুবই স্পষ্টবাদী হয়ে থাকেন। এদের ভেতরে যা রয়েছে তাই তারা বাইরে প্রকাশ করেন। ফলে প্রেমের ক্ষেত্রে কোনও লুকোচুরি করেন না এরা। এরা সঙ্গীকে খুশি রাখতে যাবতীয় স্বার্থ ত্যাগ করতেও প্রস্তুত হন। প্রেমে এদের অ্যাডভেঞ্চার পছন্দ, সঙ্গী তাতে সায় না দিলেই হয়ে যায় মুশকিল!

বিয়ে
এদের দাম্পত্য জীবনের ভাগ্য খুবই স্বস্তিকর হয়। সঙ্গীকে এরা সুখে রাখতে সর্বোতভাবে চেষ্টা করেন। তবে বিয়ের পর আর্থিক দিকে নজর দেওয়া এদের বেশি প্রয়োজন।

এসি