ঢাকা, মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১১ ১৪৩১

ভিয়েতনামে বন্যায় ১৬ জনের মৃত্যু, নিখোঁজ ৪ 

প্রকাশিত : ১০:১৭ পিএম, ৬ সেপ্টেম্বর ২০১৮ বৃহস্পতিবার

ভিয়েতনামের উত্তর ও মধ্যাঞ্চলে গত সপ্তাহের শেষের দিক থেকে আকস্মিক বন্যা ও ভূমিধসে ১৬ জনের মৃত্যু ও চার জন নিখোঁজ হয়েছে।   

বৃহস্পতিবার দেশটির জাতীয় দুর্যোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ বিষয়ক কেন্দ্রীয় স্টিয়ারিং কমিটি একথা জানিয়েছে। খবর বার্তা সংস্থা সিনহুয়া’র।

বৃহস্পতিবার সকালে মধ্যাঞ্চলীয় তানহ হোয়া প্রদেশে বন্যা ও ভূমিধসে ১০ জন মারা গেছে এবং অপর দুই জন নিখোঁজ হয়েছে।

এদিকে, পাঁচটি উত্তরাঞ্চলীয় প্রদেশে বন্যায় ছয় জনের মৃত্যু ও অপর চারজন নিখোঁজ হয়েছে। প্রদেশগুলো হচ্ছে লাই চাউ, সন লা, ইয়েন বাই, লাং সন ও হোয়া বিনহ। বন্যা ও ভূমিধসে অনেক বাড়িঘর, শস্য, রাস্তাঘাট, খাল-বিল ধ্বংস হয়েছে।

এছাড়া ২ হাজার ৪শ’ গবাদি পশু ও ১ লাখ ২ হাজার ৪শ’র বেশি হাঁস-মুরগি মারা গেছে।

এসি