থাইল্যান্ডে সিরিজ বোমা হামলায় নিহত ৪
প্রকাশিত : ০২:৩৪ পিএম, ১২ আগস্ট ২০১৬ শুক্রবার | আপডেট: ০২:৩৫ পিএম, ১২ আগস্ট ২০১৬ শুক্রবার
থাইল্যান্ডের বিভিন্ন শহরে সিরিজ বোমা হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪ জনে। আহত হয়েছে অনেকে। বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার সকাল পর্যন্ত এসব বোমা হামলার ঘটনা ঘটে। মূলত পর্যটন কেন্দ্রগুলোকে টার্গেট করে এ’সব হামলা চালানো হয়।
একের পর এক বোমা হামলায় কেঁপে উঠলো থাইল্যান্ডের ৫টি শহর। বৃহস্পতিবার রাতে প্রথম হামলা হয় সাগর পাড়ের পর্যটন শহর হুয়া হিনের একটি ব্যস্ত সড়কে। আধা ঘণ্টার ব্যবধানে দুটি বোমার বিস্ফোরণ হয়। প্রাণ হারায় একজন। আহত হয় ৭ বিদেশী পর্যটকসহ কমপক্ষে ২০ জন।
একই রাতে ত্রাং প্রদেশে বোমা হামলায় নিহত হয় আরো একজন।
শুক্রবার সকালে হুয়া হিন প্রদেশে আবারও বোমা হামলার ঘটনা ঘটে। এরপরই ফুকেট দ্বীপ, সুরাট থানি শহর ও পান গা প্রদেশে হামলার ঘটনা ঘটে। প্রাণ হারায় আরো দুইজন।
পুলিশ জানিয়েছে, পর্যটন কেন্দ্রগুলোকে লক্ষ্য করেই এসব হামলা হয়েছে। এর সঙ্গে আন্তর্জাতিক জঙ্গি গোষ্ঠির সংশ্লিষ্টতা নাকচ করে দিয়েছে তারা। ধারণা করা হচ্ছে, সম্প্রতি মানব পাচারকারীদের বিরুদ্ধে পুলিশি অভিযানের কারণেই এ’সব হামলা চালানো হয়েছে।<ংঃৎড়হম>
থাই প্রধানমন্ত্রী প্রায়ুথ চ্যান ওচাও বলেন, বিশৃঙ্খল ও অস্থিতিশীল পরিস্থিতি তৈরিতেই এসব হামলা চালানো হতে পারে।<ংঃৎড়হম>
থাইল্যান্ডের রাণী সিরিকিতের জন্মদিন উদযাপনের সময় এসব বোমা হামলার ঘটনা ঘটে।