ভর্তিযুদ্ধ:
চবিতে আবেদনে বাড়ানো হচ্ছে যোগ্যতা
জুবায়ের উদ্দিন
প্রকাশিত : ১০:২৭ পিএম, ৬ সেপ্টেম্বর ২০১৮ বৃহস্পতিবার | আপডেট: ১০:৩৬ পিএম, ৬ সেপ্টেম্বর ২০১৮ বৃহস্পতিবার
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ২০১৮-১৯ শিক্ষাবর্ষের অধীনে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার আবেদনপত্র পূরণে যোগ্যতা বাড়ানো হচ্ছে বলে জানা গেছে। গত বছরের তুলনায় এ বছর মানবিক বিভাগে ১ পয়েন্ট, বিজ্ঞান বিভাগে ০.৫ পয়েন্ট এবং ব্যবসায় শিক্ষায় ১.৫ পয়েন্ট বাড়ানো হচ্ছে।
বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা কমিটি সূত্রে জানা গেছে, ২০১৭-১৮ শিক্ষাবর্ষে চবিতে আবেদনের ন্যুনতম যোগ্যতা বিজ্ঞান বিভাগের জন্য এসএসসি ও এইসএসসি পরীক্ষার মোট জিপিএ ৬.৫, মানবিক বিভাগের জন্য ৫.৫ এবং ব্যবসায় শিক্ষা বিভাগের জন্য ৬ পয়েন্ট। তবে এবার তা বাড়িয়ে বিজ্ঞান বিভাগের জন্য ৭ পয়েন্ট, মানবিক বিভাগের জন্য ৬.৫ পয়েন্ট এবং ব্যবসায় শিক্ষা জন্য ৭.৫ পয়েন্ট করা হয়েছে।
আগামী বৃহস্পতিবার দুপুর সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের আইটি ভবনের ভার্চুয়াল ক্লাস রুমে উপাচার্য প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরী আবেদন প্রক্রিয়া উদ্বোধন করবেন বলে জানিয়েছেন ভর্তি কমিটির সচিব ও ডেপুটি রেজিস্ট্রার (একাডেমি) এস এম আকবর হোসাইন। তিনি আরও জানান, ভর্তি পরীক্ষার আবেদন প্রক্রিয়া শুরু হবে ১৩ সেপ্টেম্বর,দুপুর সাড়ে ১১টা থেকে। প্রার্থীরা ৬ অক্টোবর রাত ১২টা পর্যন্ত আবেদন ফরম পূরণ করতে পারবে।
তিনি আরও জানান, A-ইউনিটে বিজ্ঞান শাখা থেকে এসএসসি বা সমমান এবং এইচএসসি বা সমমান উভয় পরীক্ষায় চতুর্থ বিষয়সহ ন্যূনতম জিপিএ ৩.২৫ সহ মোট জিপিএ ৭.০০ থাকতে হবে। B-ইউনিটে মানবিক শাখা থেকে এসএসসি বা সমমান এবং এইচএসসি বা সমমান উভয় পরীক্ষায় চতুর্থ বিষয়সহ নূন্যতম জিপিএ ২.৫০সহ মোট জিপিএ ৬.০০এবং বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা শাখা থেকে চতুর্থ বিষয়সহ ন্যূনতম জিপিএ ৩.০০সহ মোট জিপিএ ৬.৫০ থাকতে হবে। C-ইউনিটে ব্যবসায় শিক্ষা শাখা থেকে এসএসসি বা সমমান এবং এইচএসসি বা সমমান উভয় পরীক্ষায় চতুর্থ বিষয়সহ ন্যূনতম জিপিএ ৩.৫০ সহ মোট জিপিএ ৭.৫০ পেতে হবে। D-ইউনিটে যেকোন শাখা থেকে এসএসসি বা সমমান এবং এইচএসসি বা সমমান উভয় পরীক্ষায় চতুর্থ বিষয়সহ নূন্যতম জিপিএ ৩.০০ সহ মোট জিপিএ ৬.৫০ থাকতে হবে।তবে অনুষদ ভিত্তিক যোগ্যতা প্রযোজ্য হবে।
উল্লেখ্য, গত বছরের ন্যয় এবারও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষা দেওয়ার কোনো সুযোগ রাখা হচ্ছে না।
জুইউ/ এমজে