ঢাকা, শুক্রবার   ১৫ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১ ১৪৩১

নোবিপ্রবির ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজির নতুন ডিনের দায়িত্ব গ্রহণ

নোবিপ্রবি সংবাদদাতা

প্রকাশিত : ০৩:০৩ পিএম, ৭ সেপ্টেম্বর ২০১৮ শুক্রবার | আপডেট: ০৩:০৮ পিএম, ৭ সেপ্টেম্বর ২০১৮ শুক্রবার

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) অ্যাপ্লাইড কেমেস্ট্রি এন্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ ইউসুফ মিঞা বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি অনুষদের নতুন ডিন হিসাবে যোগদান করেছেন। গত বুধবার নতুন ডীন হিসাবে যোগদান করেন তিনি।

অধ্যাপক ড. মোহাম্মদ ইউসুফ মিঞা বলেন, আমি সবার সহযোগিতা নিয়ে এগিয়ে যেতে চাই। যারা আমাকে বিভিন্ন মাধ্যমে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন তাদের সবাইকে ধন্যবাদ জানাই।

প্রসঙ্গত, ড. মোহাম্মদ ইউসুফ মিঞা নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অ্যাপ্লাইড কেমিস্ট্রি এন্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান ছাড়াও বর্তমানে বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি শিক্ষক সমিতির সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

একে//