গ্যাসের দাম নির্ধারন বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের গনশুনানীর রিপোর্টের আলোকে
প্রকাশিত : ০৬:৪৫ পিএম, ১২ আগস্ট ২০১৬ শুক্রবার | আপডেট: ০৬:৪৫ পিএম, ১২ আগস্ট ২০১৬ শুক্রবার
বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের গনশুনানীর রিপোর্টের আলোকে গ্যাসের দাম নির্ধারন হবে বলে জানিয়েছেন জ্বালানী প্রতি মন্ত্রী নসরুল হামিদ। তবে বিশেষজ্ঞদের দাবী আইন অনুযায়ী বছরে একাধিকবার গ্যাসের দাম বাড়ানো যায়না। অপচয় রোধ এবং ভবিষ্যত চিন্তা করে গ্যাসের দাম বাড়ানো উচিত বলে মনে করেন কেউ কেউ।
বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন আইনে গ্যাসের দাম বছরে একবারের বেশী বাড়ানোর নিয়ম নেই। গেলো বছরের সেপ্টম্বরে সর্বশেষ গ্যাসের দাম বেড়েছিল। তবে গ্যাস বিতরন কোম্পানী গুলো সম্প্রতি দাম বাড়ানোর প্রস্তাব দেয়। এ নিয়ে নানা মহলের সমালোচনার মধ্য দিয়ে গনশুনানির আয়োজন করে কমিশন।
শুনানিতে সঞ্চালন কোম্পানী গুলো গ্যাস ফিল্ডের সংস্কার, বেতন-ভাতা সহ নানা কারনে দাম বাড়ানোর প্রস্তাবের পক্ষে যুক্তি দেয়। বিপরীতে অবস্থান নেয় ভোক্তাদের সংগঠন ক্যাব।
যে যুক্তিতে গ্যাসের দাম বাড়ানোর প্রস্তাব করা হয়েছে তা যথাযত নয় বলে মত দেন এই জ্বালানী বিশেষজ্ঞ। তবে অপচয় রোধ সহ নানা কারনে দাম বাড়ানোর পক্ষে মত দেন আরেক জ্বালানী বিশেষজ্ঞ।
সব ধরনের গ্যাসের দাম বাড়ছে মন্তব্য করে জ্বালানী প্রতি মন্ত্রী রেগুলেটরি কমিশন আয়োজিত শুনানীর আলোকেই মূল্য নির্ধারন হবে বলে জানান।