বিচারকদের আচরণ বিধি থাকা উচিত মন্তব্য আইনমন্ত্রীর
প্রকাশিত : ০৭:১৩ পিএম, ১১ ফেব্রুয়ারি ২০১৬ বৃহস্পতিবার | আপডেট: ০৮:২০ পিএম, ১১ ফেব্রুয়ারি ২০১৬ বৃহস্পতিবার
দেশে উচ্চ আদালতের বিচারকদের জন্য আচরণ বিধি থাকা উচিত বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী এডভোকেট আনিসুল হক। আইনমন্ত্রী বলেন, এ ব্যাপারে প্রধান বিচারপতিকে অনুরোধ করা হবে। পাশাপাশি নুতন আইন প্রনয়নে মৃত্যুদন্ডের বিধান না রাখার ব্যাপারটি বিবেচনা করা হবে।
বৃহস্পতিবার সকালে সচিবালয়ে আইনমন্ত্রীর সঙ্গে সাক্ষাত করেন বাংলাদেশে সফররত ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দল। বৈঠকের আলোচনা নিয়ে সাংবাদিকদের সাথে কথা বলেন আইন মন্ত্রী। এলপিআরে থাকা বিচারপতিদের ব্যাক্তিগত প্র্যাকটিস না করাই ভালো বলে মন্তব্য করে আইনমন্ত্রী বলেন, বর্তমান পরিস্থিতিতে তাদের জন্য একটা আচরনবিধি আইন করা প্রয়াজন।
তিনি বলেন,নুতন আইন প্রনয়নে মৃত্যুদন্ডের বিধান না রেখে যাবজ্জীবন করার বিষয়টি বিবেচনা করা হবে।
এছাড়া ব্লগার হত্যাকান্ড বন্ধে বিচার ত্বরান্বিত করা হবে। পাশাপাশি কারো বাক স্বাধীনতা হরন করা হবে না বরং কারো বাক স্বাধীনতা যেন অন্যের প্রতি আঘাত না হানতে পারে সে চেষ্টাই করা হবে বলেও জানান আইনমন্ত্রী।