ঢাকা, বৃহস্পতিবার   ২৮ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১৩ ১৪৩১

রাজধানীতে অনুষ্ঠিত হলো মহিলা ম্যারাথন

প্রকাশিত : ০৬:৪০ পিএম, ১২ আগস্ট ২০১৬ শুক্রবার | আপডেট: ০৬:৪০ পিএম, ১২ আগস্ট ২০১৬ শুক্রবার

যুব সমাজকে উদ্বুদ্ধ এবং জঙ্গিবাদের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে রাজধানীতে অনুষ্ঠিত হলো মহিলা ম্যারাথন। যেখানে অংশ নেন ২ শতাধিক নারী। আগামীতে এমন আয়োজন আরও বেশি বেশি করার দাবী জানিয়েছেন প্রতিযোগীরা। জঙ্গি কর্মকান্ডে তরুণদের জড়িয়ে যাওয়ার সাম্প্রতিক প্রণবতা দেশের মানুষকে নাড়িয়ে দিয়েছে। বলা হচ্ছে সংস্কৃতি ও ক্রীড়া চর্চা কমে যাওয়ায় তরুণদের কেউ কেউ বিপথে চলে যাচ্ছে। তরুণ সমাজকে খেলাধূলায় আগ্রহী করতে তাই মহিলা ম্যারাথনের ব্যতিক্রমী আয়োজন। যেখানে অংশ নিয়েছে বিভিন্ন বয়সী নারীরা। তবে এমন দৌড় শুধু নারী নয়, তরুনদের নানা ভাবে উদ্ভুদ্ধ করবে বলে মনে করছেন আয়োজকরা। মহিলাদের দশ কিলোমিটারের দৌড় প্রতিযোগিতা এটাই প্রথম। ভবিষ্যতেও এমন প্রতিযোগিতা আয়োজনের আশাবাদ আয়োজকদের। প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীকে অর্থ পুরস্কারের পাশাপাশি দেয়া হয়েছে ট্রফিও।