মাভাবিপ্রবি শিক্ষক সমিতির নির্বাচন ১৭ সেপ্টেম্বর
মাভাবিপ্রবি প্রতিনিধি:
প্রকাশিত : ১১:০৪ পিএম, ৭ সেপ্টেম্বর ২০১৮ শুক্রবার
মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (মাভাবিপ্রবি) শিক্ষক সমিতির কার্যকরী পরিষদের নির্বাচন আগামী ১৭ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। বুধবার (৫ সেপ্টেম্বর) বিকাল ৪টা পর্যন্ত মনোনয়ন জমা দেয়ার শেষ দিনে ১৫টি পদের বিপরীতে ৩টি প্যানেলে ২৮ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। এতে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করবেন এনভায়রনমেন্টাল সায়েন্স ও রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের অধ্যাপক ড. ইউনুস মিয়া।
শিক্ষক সমিতির নির্বাচনে অংশগ্রহণকারী মক্তিযুদ্ধের চেতনা ও বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাসী প্রগতিশীল শিক্ষক সমাজ প্যানেলের পক্ষ থেকে সভাপতি পদে ড. এ.এস.এম সাইফুল্লাহ, সহ-সভাপতি পদে ড. মীর মোজাম্মেল হক, সাধারণ সম্পাদক পদে ড. পিনাকী দে, কোষাধ্যক্ষ পদে ড. মো. মাসুদার রহমান, যুগ্ম-সম্পাদক পদে মোহাম্মদ জহিরুল ইসলাম, দপ্তর সম্পাদক পদে ড. খাইরুল ইসলাম, শিক্ষা ও গবেষণা সম্পাদক পদে ড. নুরুল ইসলাম, সাংস্কৃতিক ও সমাজ কল্যাণ সম্পাদক পদে শারমিন আক্তার, নির্বাহী সদস্য পদে মো. সাহেদ মাহমুদ, ড. মো. আবু রাশেদ, আওরঙ্গজেব আকন্দ, মো. বিনইয়ামিন, সুমনা শারমিন ও মো. অশরাফুল আলম মনোনয়ন জমা দেন।
শাহীন-আনোয়ার প্যানেলের পক্ষ থেকে সভাপতি পদে ড. মুহাম্মদ শাহীন উদ্দিন, সহ-সভাপতি পদে আবু সাঈম মোহাম্মদ দেলোয়ার হোসেন, সাধারণ সম্পাদক পদে ড. আনোয়ার হোসেন, যুগ্ম-সম্পাদক পদে মো. নাজমুল ইসলাম, দপ্তর সম্পাদক পদে মুহাম্মদ আব্দুল কাদের মিয়া, শিক্ষা ও গবেষণা সম্পাদক পদে কাউছার আহমেদ, সাংস্কৃতিক ও সমাজ কল্যাণ সম্পাদক পদে রুখসানা সিদ্দীকা, নির্বাহী সদস্য পদে মাহমুদা আক্তার ও খান মো. মূর্তজা রেজা লিংকন মনোনয়ন জমা দেন।
এদিকে স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং বাংলাদেশী জাতীয়তাবাদ মুল্যবোধে বিশ্বাসী শিক্ষক ফোরাম প্যানেল থেকে সভাপতি পদে ড. এ.কে.এম. মহিউদ্দিন, সহ-সভাপতি পদে ড. আবু জুবাইর, সাধারণ সম্পাদক পদে ড. মোহাম্মদ মতিউর রহমান ও নির্বাহী সদস্য পদে ড. ইমাম হোসেন মনোনয়ন জমা দেন।
এ বিষয়ে প্রধান নির্বাচন কমিশনার ড. ইউনুছ মিয়া বলেন, মনোনয়ন দাখিলের সময় ছিল ৪ ও ৫ সেপ্টেম্বর। শেষ দিন পর্যন্ত ২৮ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন, মনোনয়ন যাচাই বাছাই করে ৯ সেপ্টেম্বর প্রার্থীতা ঘোষণা করা হবে। নির্বাচন অনুষ্ঠিত হবে ১৭ সেপ্টেম্বর।
এমজে/