বৃক্ষ মানব আবুলের পর বিরল রোগে আক্রান্ত ৭ বছরের রিপন
প্রকাশিত : ১২:৪২ পিএম, ১৩ আগস্ট ২০১৬ শনিবার | আপডেট: ১২:৪২ পিএম, ১৩ আগস্ট ২০১৬ শনিবার
খুলনার বৃক্ষ মানব আবুল বাজনদারের পর ঠাকুরগাঁওয়ে আরেক সাত বছরের শিশু রিপন রায় বিরল এই রোগে আক্রান্ত। ব্যয়বহুল হওয়ায় পরিবার শিশুটির চিকিৎসা করাতে পারছে না। হাত পায়ে অসহ্য যন্ত্রণা নিয়ে দিন কাটছে অবুঝ শিশুটির।
মাত্র তিন মাস বয়সে রিপনের হাতে পায়ে দেখা দেয় বিরল রোগ হিউম্যান পেপিলোমা। তখন থেকেই স্বাভাবিক চলাফেরা করতে পারেনা রিপন।
তিন ভাইবোনের মধ্যে ছোট রিপন, কেটগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্র। পড়াশোনা করতে স্কুলে ভর্তি হলেও হাত পায়ের অস্বাভাবিকতার কারণে লেখাপড়া বন্ধ।<ংঃৎড়হম>
এদিকে আর্থিক অনটনে জটিল এই রোগের চিকিৎসা করাতে পারছেন না রিপনের বাবা।<ংঃৎড়হম>
নিউরনের জটিলতা সংক্রান্ত বিরল এ রোগের সুনির্দিষ্ট কারণ না জানায় চিকিৎসা দিতে পারছেন না স্থানীয় চিকিৎসকরা।
সরকার শিশুটির চিকিৎসার ভার নিলে স্বাভাবিক জীবনে ফিরতে পারবে ছোট্ট রিপন।