ঢাকা, বুধবার   ২৭ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১২ ১৪৩১

গাজীপুরে নবনির্মিত রেলওয়ে স্টেশন চলতি মাসেই চালু হচ্ছে(ভিডিও)

প্রকাশিত : ০৩:০১ পিএম, ৮ সেপ্টেম্বর ২০১৮ শনিবার | আপডেট: ০৪:০৫ পিএম, ৮ সেপ্টেম্বর ২০১৮ শনিবার

বঙ্গবন্ধু হাইটেক পার্ক এলাকা গাজীপুরের কালিয়াকৈরে, নবনির্মিত রেলওয়ে স্টেশন চালু হচ্ছে চলতি মাসেই। এর ফলে যোগাযোগ ব্যবস্থায় আরো উন্নয়নের আশা করছে এলাকাবাসী। যাত্রীসেবার পাশাপাশি, শিল্পপণ্য পরিবহনেও কালিয়াকৈর স্টেশন ভূমিকা রাখবে বলে মনে করে তারা।

গাজীপুরের কালিয়াকৈরে বঙ্গবন্ধু হাইটেক পার্ক এলাকায় প্রায় ৫০ কোটি টাকা ব্যয়ে অত্যাধুনিক রেলষ্টেশন নির্মাণ শুরু হয় ২০১৬ সালে। এরইমধ্যে শেষ হয়েছে কাজ। আগামী ১৫ সেপ্টেম্বর এর উদ্বোধন হওয়ার কথা রয়েছে।

যাত্রীসেবার পাশাপাশি হাইটেক পার্কের শিল্প কারখানার পণ্যও রেলপথে পরিবহন করা যাবে এই স্টেশনের মাধ্যমে। এর ফলে যাতায়াত যেমন নির্বিঘœ হবে, তেমনি চন্দ্রা এলাকায় কমবে গাড়ীর চাপ।

বিনিয়োগের পরিবেশ সৃষ্টিতে কালিয়াকৈর স্টেশন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছে সংশ্লিষ্টরা।

ব্যবসায়ি নেতারা বলছেন, রেলপথে পণ্য পরিবহনে খরচ কমবে।

কালিয়াকৈর রেলস্টেশন চালুর মাধ্যমে যোগাযোগ ব্যবস্থায় যুগান্তকারি পরিবর্তন আসবে বলে মনে করছে স্থানীয়রা।