ঢাকা, শনিবার   ২১ সেপ্টেম্বর ২০২৪,   আশ্বিন ৫ ১৪৩১

আওয়ামী লীগের অনানুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু(ভিডিও)

প্রকাশিত : ০৩:১১ পিএম, ৮ সেপ্টেম্বর ২০১৮ শনিবার | আপডেট: ০৪:০৪ পিএম, ৮ সেপ্টেম্বর ২০১৮ শনিবার

অনানুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু করেছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। উত্তরাঞ্চলে ট্রেন যাত্রার মধ্য দিয়ে এই প্রচারণা শুরু হয়েছে। ট্রেনযাত্রায় প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। নির্বাচনের আগে দলকে শক্তিশালী করতে এই প্রচারাভিযান বলে জানিয়েছেন তিনি। এ’সময় ষড়যন্ত্রের বিরুদ্ধে সতর্ক থাকতে নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানান তিনি।

কমলাপুর স্টেশন থেকে আওয়ামী লীগ নেতাদের উত্তরাঞ্চল অভিমুখে সফর শুরু হয় ট্রেনযাত্রার মাধ্যমে।

যাত্রার আগে, দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, নির্বাচন ঘিরে সরকারের উন্নয়নকাজ তৃণমূলে তুলে ধরা এবং ভোটের মাঠে দলকে শক্তিশালী করতে এই প্রচারাভিযান।

সকাল ৮টায় নীলসাগর এক্সপ্রেস ট্রেন তাদের নিয়ে কমলাপুর স্টেশন ছেড়ে যায়।

এরপর টাঙ্গাইলে পথসভা করেন আওয়ামী লীগ নেতারা। এ’সময় ওবায়দুল কাদের বলেন, বিএনপি-জামায়াত আবারো ২০১৪ সালের মত আগুন সন্ত্রাস ও ষড়যন্ত্রের পাঁয়তারা করছে। জনগণকে সাথে নিয়ে এই অপচেষ্টা প্রতিহত করা হবে।

পথে আরো বেশ কয়েকটি যাত্রা বিরতিতে পথসভা করবে আওয়ামী লীগ। ট্রেনযাত্রা শেষ হবে নীলফামারীতে।