কাশ্মিরে পুলিশের গুলিতে এক গেরিলা নিহত
প্রকাশিত : ০৪:৩৫ পিএম, ৮ সেপ্টেম্বর ২০১৮ শনিবার
জম্মু-কাশ্মিরের অনন্তনাগ জেলায় পুলিশ হেডকোয়ার্টারে সশস্ত্র হামলাকারীদের লক্ষ্য করে পাল্টা গুলি চালালে এক সন্ত্রাসী নিহত হন। নিহত ওই গেরিলার নাম বিলাল আহমদ ভাট। এদিকে সন্ত্রাসীদের গুলিতে এক পুলিশ সদস্য আহত হয়েছেন। আজ (শনিবার) পুলিশের পক্ষ থেকে ওই তথ্য জানানো হয়েছে।
পুলিশের এক কর্মকর্তা বলেন, শুক্রবার দিবাগত গভীর রাতে আচাবলে পুলিশ পিকেটে হামলা চালায়। নিরাপত্তা বাহিনী ওই হামলাকে ব্যর্থ করে দিয়েছে। পুলিশ পাল্টা গুলিবর্ষণ করলে এক সন্ত্রাসী নিহত হয়েছে। এসময় উভয়পক্ষের মধ্যে বন্দুকযুদ্ধে এক পুলিশ সদস্য আহত হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার শারীরিক অবস্থা স্থিতিশীল। পুলিশ এ ব্যাপারে একটি মামলা দায়ের করে ঘটনার তদন্ত শুরু করেছে।
এদিকে, দক্ষিণ কাশ্মিরের সোপিয়ানে গতকাল (শুক্রবার) সর্বাত্মক বনধ পালিত হয়েছে। ২০১৩ সালের ৭ সেপ্টেম্বর নিরাপত্তা বাহিনীর গুলিতে তিন বেসামরিক ব্যক্তি ও এক গেরিলা নিহত হন। ওই ঘটনার ৫ম বার্ষিকীতে এদিন সোপিয়ান শহরে বনধ পালিত হয়।
সূত্র: ডন
এমজে/