বন্যার পানি কমলেও কমছে না দুর্ভোগ
প্রকাশিত : ১২:৫৫ পিএম, ১৩ আগস্ট ২০১৬ শনিবার | আপডেট: ১২:৫৫ পিএম, ১৩ আগস্ট ২০১৬ শনিবার
সুনামগঞ্জ, কুড়িগ্রাম, বেনাপোল ও সিরাজগঞ্জে বন্যার পানি কমলেও দুর্ভোগ কমছে না মানুষের। সুনামগঞ্জে প্রায় একশ’ ২০ কিলোমিটার সড়কের ব্যাপক ক্ষতি হয়েছে। কুড়িগ্রামে পাকা ও কাঁচা সড়ক ক্ষতিগ্রস্ত হওয়ায় দুর্গত এলাকায় ভেঙ্গে পড়েছে যাতায়াত ব্যবস্থা। সিরাজগঞ্জের চরাঞ্চলগুলোতে দেখা দিয়েছে ডায়রিয়াসহ পানিবাহিত রোগ। শার্শা ও বেনাপোলের প্রায় ৩৮টি শিক্ষা প্রতিষ্ঠান এখনো জলাবদ্ধ।
বন্যার পানির তীব্র স্রোতে এভাবেই ভেঙ্গে গেছে সুনামগঞ্জের আমবাড়ি-দোয়ারাবাজার সড়কের অনেক জায়গা।
তাহিরপুর, বিশ্বম্ভরপুর, দোয়ারাবাজার ও সুনামগঞ্জ সদর উপজেলার বিভিন্ন সড়কে সৃষ্টি হয়েছে গর্তের। যান চলাচল বন্ধ থাকায় দুর্ভোগে পড়েছে লক্ষাধিক মানুষ। অনেক স্থানে বিচ্ছিন্ন রয়েছে বিদ্যুৎ ও গ্যাস সংযোগ।
তবে, ক্ষতিগ্রস্ত সড়ক দ্রুত সংস্কারের আশ্বাস দিয়েছেন এলজিইডি’র কর্মকর্তা।
কুড়িগ্রামে বন্যার পানি কমতে থাকায় ঘরে ফিরতে শুরু করেছে দুর্গতরা। তবে, পাকা ও কাঁচা সড়ক ক্ষতিগ্রস্ত হওয়ায় ভেঙ্গে পড়েছে যাতায়াত ব্যবস্থা।
শার্শা ও বেনাপোলের ৩৮টি শিক্ষা প্রতিষ্ঠানসহ নিন্মাঞ্চল এখনো জলাবদ্ধ রয়েছে।
এদিকে, বন্যার পানি নেমে যাবার সাথে-সাথে সিরাজগঞ্জের চরাঞ্চলগুলোতে দেখা দিয়েছে ডায়রিয়াসহ পানিবাহিত বিভিন্ন রোগ। চৌহালীর সদিয়াচাঁদপুর, ঘোরজানসহ ৭টি ইউনিয়নে এর প্রাদুর্ভাব বেশী।
বন্যায় ক্ষতিগ্রস্তু এলাকাগুলোর সড়ক দ্রুত মেরামতের দাবি জানিয়েছে এলাকাবাসী।